Adhir Ranjan Chowdhury: কোনও মহিলার ওপর অত্যাচার হওয়া কাম্য নয়, কোচবিহারে বিজেপি কর্মীর ওপর হামলা নিয়ে মন্তব্য অধীর চৌধুরীর
কোচবিহারের ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। গত শনিবার নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিকে এই ঘটনা নিয়ে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে মুখ খোলেন খোদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury)। এই ঘটনা নিয়ে তৃণমূলের সমালোচনা করেন তিনি। প্রাক্তন সাংসদ বলেন, নারীদের ওপর হামলা, জাতি, বর্ণ নির্বিশেষে অগ্রহণযোগ্য। সে যে দলেরই হোক না কেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
অধীর চৌধুরি আরও বলেন, ভোট কবে মিটে গিয়েছে। ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। এই রাজ্যের শাসক দলই সবথেকে বেশি আসন পেয়েছে। তাহলে বিরোধীদের ওপর এমন অত্যাচার কেন? কেন রাজ্য সরকার হিংসার আশ্রয় নিচ্ছে? অন্য রাজ্যেও তো ভোট হয়েছে সেখানে তো এরকম ঘটনা ঘটছে না। নারীদের প্রতি অত্যাচার হলে সরকারকে রাজনীতির উর্ধ্বে গিয়ে পদক্ষেপ নিতে হবে।
যদিও এই লোকসভা নির্বাচনে দিল্লিতে ইন্ডিয়া জোটের সদস্য ঘাসফুল শিবির। সেখানে তৃণমূল ও কংগ্রেসের জোট থাকলেও এই রাজ্যে দুই দলের বিরোধীতা থাকবে তা আগেই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের আবহে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সুর চড়াতে দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বকে। যদিও এবার কোচবিহারের ঘটনা নিয়ে অধীর চৌধুরী মন্তব্য করলেও তাতে সেভাবে ঝাঁঝ দেখা গেল না।