Mid-Day Meal: মিড-ডে মিলের খাদ্যতালিকায় যোগ হচ্ছে বাড়তি পুষ্টি, পাতে পড়বে ডিম-মাংস-মরসুমি ফল

‘পি এম পোষণ যোজনা’র অধীনে পড়ুয়াদের বাড়তি পুষ্টির জন্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে।

Mid Day Meal (Photo Credits: PTI)

পড়ুয়াদের জন্যে সুখবর। মিড-ডে মিলের (Mid-Day Meal) খাদ্য তালিকায় যোগ হচ্ছে বাড়তি পুষ্টি। খুব শীঘ্রই বদলাচ্ছে মিড-ডে মিলের খাদ্য তালিকা। সেই মর্মেই রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের  (School Education Dept, Govt of West Bengal) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ‘পি এম পোষণ যোজনা’র অধীনে পড়ুয়াদের বাড়তি পুষ্টির জন্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে।

দেখুন টুইটঃ 

পড়ুয়াদের জন্যে তৈরি হবে নতুন খাদ্যতালিকা। যেখানে বাড়তি পুষ্টি হিসাবে যোগ হবে ডিম, মাংস, মরসুমি ফল। যার জন্যে অতিরক্ত অর্থ দেওয়া হচ্ছে বলে লেখা রয়েছে বিজ্ঞপ্তিতে। যদিও এই নতুন খাদ্যতালিকার মেয়াদ খুব বেশি দিন নয়। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল ৪ মাসের জন্যে বরাদ্দ বাড়তি পুষ্টি সম্পন্ন মিড-ডে মিল। উল্লেখ্য, রাজ্যে মিড-ডে মিলে খরচ হওয়া অর্থের ৬০ শতাংশ প্রদান করে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য।