Abhishek Banerjee: বহরমপুর থেকে লোকসভা ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর চ্য়ালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুটি লোকসভায় ডায়মন্ডহারবার থেকে অনায়াসে জেতা অভিষেক ২০২৪ নির্বাচনে বহরমপুর থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন।

Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর চ্য়ালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুটি লোকসভায় ডায়মন্ডহারবার থেকে অনায়াসে জেতা অভিষেক ২০২৪ নির্বাচনে বহরমপুর থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন। এদিন নব জোয়ার যাত্রায় অভিষেক বললেন, দল যদি সুযোগ দেয় তাহলে তিনি ২০২৪ লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে দাঁড়াবেন।অধীর গড়ে অভিষেক প্রার্থী হতে চেয়ে রাজ্যে তৃণমূল ও কংগ্রেস দ্বৈরথে নয়া মাত্রা আনলেন। ২০১৯ লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী প্রায় ৮০ হাজারের ভোটের ব্যবধানে তৃণমূলের অপূর্ব বিশ্বাস (ডেভিড)-এর বিরুদ্ধে। অনেক চেষ্টা করেও গত লোকসভায় অধীর গড়ে চিড় ধরাতে পারেনি তৃণমূল।

চলতি মাসেই অধীর চৌধুরী বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহরমপুর থেকে ভোটে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাক৷ তাহলে রাজনীতি করা ছেড়ে দেব"।

এদিন তৃণমূলের নব জোয়ার যাত্রার মাঝে অভিষেকের কাছ এসে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আরও পড়ুন- সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস হাত ছেড়ে তৃণমূলে, রাজ্য বিধানসভায় কংগ্রেসের শূন্যতা ফিরল

২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এক জোট হওয়ার চেষ্টায় বৈঠকে বসছে। ক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে যাওয়ার কথা বলেছিলেন। তবে তাঁর শর্ত ছিল, বাংলায় কংগ্রেস তার দলের বিরুদ্ধে লড়তে পারবে না। সেক্ষেত্রে তৃণমূল বাইরে কোথাও কংগ্রেসকে সমর্থন করবে। মমতার এই প্রস্তাব প্রত্যাখান করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সাফ বলেছিলেন, বাংলায় কংগ্রেস ক্রমশ শক্তিশালী হচ্ছে। ২০২৪ লোকসবা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়বে কংগ্রেস।