Ek Daake Abhishek Number: এবার দুর্নীতি বিরোধী হোয়াটসঅ্যাপ চ্যানেলে হেল্পলাইন চালু তৃণমূল সেনাপতির, এক ডাকে অভিষেক নম্বরে ভিডিয়ো দিলেই সরাসরি যাবে পুলিশের কাছে

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দুর্নীতি সংক্রান্ত যে কোনও অভিযোগ পাঠাতে পারবেন যে কেউ।

Mamata Banerjee, Abhishek Banerjee

কলকাতা, ১০ অগাস্ট: Ek Daake Abhishek number - বারবার তাঁর দলের ছোট-বড় নেতাদের বরুদ্ধে একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখি প্রকল্প অনেক সময়ই ঢাকা পড়ে যায় দলের কিছু নেতার দুর্নীতির কারণে। আর এই বিষয় নিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে ঝাঁপালেন তৃণমূলের অঘোষিত 'নম্বর টু' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'এক ডাকে অভিষেক নম্বর'-নামের এক হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে এই কারণে। ছবি, ভিডিয়ো সহ দুর্নীতি সংক্রান্ত প্রমাণ পাঠানো যাবে অভিষেকের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। এমন কথা জানিয়ে তৃণমূলের 'নম্বর টু' অভিষেক বললেন, " দুর্নীতি সংক্রান্ত যে কোনও অভিযোগ এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে করা যাবে। এই চ্যানেলে সরাসরি ভিডিয়ো পাঠালে তা পুলিশকে দেওয়া হবে। গোপনীয়তা রক্ষার্থে দুর্নীতি সংক্রান্ত ভিডিয়োটি কে পাঠিয়েছেন তা গোপন রাখা হবে।"

লোকসভা নির্বাচনে দারুণ ফল করার পর চার আসনের বিধানসভা নির্বাচনেও চারিদিকে জোড়া ফুল ফুটেছে। রাজ্যে কিছু অঞ্চল ছাড়া বিরোধীদের সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় দলে দুর্নীতি রুখতে মরিয়া অভিষেক। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী মুখ হয়ে উঠতে চান ডায়মন্ডহারবারের সাংসদ। আরও পড়ুন-সিটি অফ জয় এখন সিটি অফ 'ভয়ে' পরিণত হয়েছে, আরজি কর কাণ্ডে প্রশাসনকে দুষছেন মহম্মদ সেলিম

দেখুন খবরটি

২০২২ সালের জুলাইয়ে 'এক ডাকে অভিষেক' নামের এক হেল্পলাইন চালু করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সেটা প্রথমে শুধু তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ ছিল। এরপর 'এক ডাকে অভিষেক' শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরেও চালু হয়।



@endif