Abhishek Banerjee: চিকিৎসার জন্যে 'বিরতি' ঘোষণা করেই হাসপাতালে ভর্তি অভিষেক, হবে অস্ত্রোপচার
জানা যাচ্ছে, শরীরে একটি ছোট অস্ত্রোপচার হবে অভিষেকের। এদিন বেলাতেই করা হবে অস্ত্রোপচার। এরপর সাংসদের শারীরিক অবস্থা বুঝে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
চিকিৎসার জন্যে সংগঠন থেকে 'ছোট বিরতি' নিচ্ছেন বলে আগেই ঘটা করে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অভিষেক। বুধবার সেই ঘোষণার পর রবিবার সকালেই হাসপাতালে ভর্তি করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। জানা যাচ্ছে, শরীরে একটি ছোট অস্ত্রোপচার হবে অভিষেকের। এদিন বেলাতেই করা হবে অস্ত্রোপচার। এরপর সাংসদের শারীরিক অবস্থা বুঝে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সূত্রের খবর, একজন প্লাস্টিক সার্জেনের অধীনে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক। পেটে অস্ত্রোপচার হবে তাঁর।
২০১৬ সালে এক দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখের অরবিটাল বোন বা চোখকে ধরে রাখার হাড় ভেঙে যায়। সেই থেকে প্রায়ই চোখের চিকিৎসার জন্যে বিদেশে যেতে হয় তাঁকে। চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। কয়েকবার ওই চোখে অস্ত্রোপচারও হয়েছে অভিষেকের। তবে চিকিৎসার জন্যে কখনও সংগঠন থেকে 'বিরতি' নেওয়ার কথা ঘোষণা করেননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই বুধবার আচমকা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট অবাক করেছে অনেককে।
সংগঠন থেকে অভিষেকের এই 'ছোট বিরতি'কে কেবলই চিকিৎসার জন্যে বিরতি হিসাবে দেখছে না রাজনৈতিক মহল। তৃণমূলের অন্দরে চর্চা, সরকারের একাংশের কাজ ঘিরে অসন্তুষ্ট হয়ে দল থেকে নিজেকে কিছুদিন সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতার (Mamata Banerjee) সেনাপতি। এক্স হ্যান্ডেলে তাঁর লম্বা বার্তার শেষ লাইনেই মিলেছিল সেই ইঙ্গিত। শেষ লাইনে অভিষেক লিখেছিলেন, 'আমি আশা রাখি রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করবে এবং মানুষের জন্যে ন্যায়বিচার করবে'।