TMC: সাংগঠনিক রদবদল নিয়ে অভিষেক-বক্সির বৈঠকে চূড়ান্ত তালিকা, মুখ্যমন্ত্রীর শিলমোহরের অপেক্ষায় সকলে
আগেই জানা গিয়েছিল যে ২৬-এর নির্বাচনের আগের জেলাস্তরে সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
আগেই জানা গিয়েছিল যে ২৬-এর নির্বাচনের আগের জেলাস্তরে সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে নিজের জন্মদিনের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে, গত মঙ্গলবার এই নিয়ে তাঁর সঙ্গে বৈঠকও করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। জানা যাচ্ছে, এই বৈঠকেই বেশ কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। যেখানে বড়সড় সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল। এই নিয়ে গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেকের বাড়িতে এসেছিলেন সুব্রত। সেখানেই দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠক হয়।
সেখানেই একটি খসড়া তৈরি হয়। যাতে একাধিক নেতানেত্রীর নাম রয়েছে। সূত্রের খবর, উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে এলেই এই নিয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই এ চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে। সেখান থেকে সিলমোহর পড়লেই বিস্তারিত ভাবে জানানো হবে কারা সাংগঠিক নেতৃত্ব থেকে সড়ছে আর কারা যোগ দিচ্ছেন।
জানা যাচ্ছে, ১২টি সাংগঠনিক জেলা সভাপতি হদলত হতে চলেছে। সেই সঙ্গে ৭০টি পুরসভাতেও হতে চলেছে বদল। তবে এবারে কলকাতা পুরসভাতে কোনও বদল হচ্ছে না। তবে রদবদল হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা শীর্ষ নেতৃত্বের আতশ কাঁচের তলায় রয়েছে।