Sudarshana Mukherjee: আচমকাই তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি, তারপর যা হল...
কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই আরও এক কাউন্সিলরের ওপর দুষ্কৃতীদের নজর রাখার খবর সামনে আসে।
কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই আরও এক কাউন্সিলরের ওপর দুষ্কৃতীদের নজর রাখার খবর সামনে আসে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukherjee) বাড়ির মধ্যে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এমনকী ছাঁদে পর্যন্ত উঠে যায় সে। পরে বাড়ির এক পরিচারিকা তাঁকে দেখতে পেয়ে কাউন্সিলরকে খবর দেয়। আতঙ্কিত হয়ে সুদর্শনা গড়িয়াহাট থানায় (Gariahat Police) খবর দেন। তড়ঘড়ি বালিগঞ্জ প্লেসে অবস্থিত কাউন্সিলরের বাড়িতে চলে আসে পুলিশ। এবং ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। অন্য়দিকে বাড়ির মধ্যে ও বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় অবশ্য ওই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা যায়। যা ছিল অত্যন্ত সন্দেহজনক, এমনটাই দাবি পুলিশের।
পুলিশসূত্রে খবর, কাউন্সিলরের বাড়িতে এদিন সকাল থেকেই কাজ চলছিল। তাই মিস্ত্রিদের আনাগোনার জন্য সদর দরজা খোলাই ছিল। প্রথমদিকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল ওই ব্যক্তি। বেশ কয়েকবার ঘোরাঘুরির পর যখন সে দেখল আশেপাশে সব ফাঁকা রয়েছে, সেই সময়ই সে ঢুকে যায় বাড়ির অন্দরে। বিভিন্ন জিনিসপত্র, বাড়ির সিঁড়ি, কোথায় কোন ঘর রয়েছে সেগুলি খতিয়ে দেখে। যেন কোনও ঘটনা ঘটানোর আগে রেইকি করা হয়, সেই কায়দাতেই পুরো বাড়ি রেইকি চালায় সে।
জানা যাচ্ছে, বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুপুর আড়াইটে নাগাদ কাজ সেরে ফেরেন কাউন্সিলর। ২টো ৪০ মিনিটে ঢোকে ওই ব্যক্তি। রেইকি চালানোর সময় বাড়ির মধ্যে পরিবারের সঙ্গে ছিলেন সুদর্শনা। বাড়ির পরিচারিকা তাঁকে দেখে খবর দিতেই তাঁকে আটক করা হয়। তারপর থানায় খবর দিতেই পুলিশ এসে ওই ব্যক্তিকে পাকড়াও করে। যদিও কেন সে এমনভাবে ঢুকেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।