Road Accident: ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে খালে পিকআপ ভ্যান, মৃত ৮ শ্রমিক
ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পিকআপ ভ্যান (Pickup van)। মৃত্যু হল ৮ জনের। আহত কমপক্ষে ১৭ জন। গতরাতে দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছে বকুলতলায়। মৃতদের নাম রফিক শেখ (৮৫), হাসান শেখ (২০) , বাবুরালি মিস্ত্রি (২৭), জামাল শেখ (২৭), সৈয়দুল মোল্লা (৫৫)। মৃত ও আহতরা সকলেই শ্রমিক। দুর্ঘটনায় আহতদের জেলা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারুইপুর, ২ অগাস্ট: ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পিকআপ ভ্যান (Pickup van)। মৃত্যু হল ৮ জনের। আহত কমপক্ষে ১৭ জন। গতরাতে দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছে বকুলতলায়। মৃতদের নাম রফিক শেখ (৮৫), হাসান শেখ (২০) , বাবুরালি মিস্ত্রি (২৭), জামাল শেখ (২৭), সৈয়দুল মোল্লা (৫৫)। মৃত ও আহতরা সকলেই শ্রমিক। দুর্ঘটনায় আহতদের জেলা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝরাতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে খালে পড়ে যায়। গাড়িতে ছিলেন ২৭ জন শ্রমিক। খবর পেয়েই বকুলতলা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সাহায্যে আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের পাঠানো হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে ১৩ জনকে কলকাতায় রেফার করা হয়। বাকি ৫ জন বারুইপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন। পরে আরও ২ জনের মৃত্যু হয়। আরও পডুন: Abhishek Banerjee Is In Tripura Today: ত্রিপুরা সফরের আগেই ছিঁড়ল অভিষেক-মমতার হোর্ডিং, উত্তপ্ত আগরতলা
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, অন্য রাজ্যে যাওয়ার ট্রেন ধরতে হাওড়া যাচ্ছিলেন শ্রমিকরা। দুর্ঘটনার তদন্তে নেমেছে বকুলতলা থানার পুলিশ। ঘটনার পরই পলাতক গাড়ির চালক ও খালাসি।