21 July Martyr's Day Rally: তৃণমূলের শহিদ দিবসে মমতা ব্যানার্জির মঞ্চে চেনা মুখের বাইরেও টলিউডের এইসব সেলেবরা থাকতে পারেন

আগামী ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে এবার দেখা যেতে টলিউডের বেশ কিছু এমন তারকাকে, যাদের আগে সেভাবে মমতা ব্যানার্জির পাশে দেখা যায়নি। লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর তৃণমূলের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে চলেছে ২১ জুলাই।

তারকাদের সঙ্গে মমতা ব্যানার্জি। (ফাইল ছবি/Photo Credits: Facebook)

কলকাতা, ১৭ জুলাই: আগামী ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ দিবসের (Marty's Day Rally) মঞ্চে এবার দেখা যেতে টলিউডের বেশ কিছু এমন তারকাকে, যাদের আগে সেভাবে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) র পাশে দেখা যায়নি। তৃণমূল নেতাদের দাবি এমনই। লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর তৃণমূলের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে চলেছে ২১ জুলাই। প্রতি বছরের মত ২১ জুলাই, রবিবার হতে চলেছে তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান।

লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফলের পর রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের মত টলিউডেও তৃণমূলকে ধাক্কা দিতে উঠে পড়ে লেগেছে বিজেপি।  ইতিমধ্যেই মুকুল রায় ঘনিষ্ঠ শঙ্কু দেব পণ্ডারা টলিউডে বিজেপি-র সংগঠন শুরু করে দিয়েছেন। রাজ্যে লোকসভায় ১৮টি আসন জয়ের পর যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে, তাতে নিশ্চিতভাবেই টলিউডে তৃণমূলের একচ্ছত্র রাজ শেষ হতে চলেছে। আরও পড়ুন- মুকুল রায়দের অস্বস্তিতে ফেলে বিজেপিতে আসার নয়া নির্দেশিকা চালু হচ্ছে

গত বছর শহিদ দিবসের মঞ্চে মমতা ব্যানার্জি। (Photo Credits: Faceebook)

অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের দায়িত্বে থাকা টলিউডে বিশ্বাস পরিবারের ওপর নানা অভিযোগকে হাতিয়ার করে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই বিপ্লব চ্যাটার্জি টলিউডে বিজেপি-র সংগঠনে নাম লিখিয়েছেন বলে খবর। আগামী কয়েক দিনে আরও অনেক টলিউডের বড় তারকা নাম লেখাতে পারেন বিজেপিতে।

এমন একটা আবহেও ২১ জুলাইয়ের মঞ্চে টলিউডে চেনা মুখের বাইরে, বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নয়া সেলেবকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে এমনও হতে পারে, একটা সময়ে মমতা ব্যানার্জির সমালোচনা করা কোনও বুদ্ধিজীবী-সেলেবরা এবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে এলেন। বিজেপি-র কাছে ধাক্কা খাওয়ার পর মমতার সঙ্গ ছাড়ছেন অনেকে, কিন্তু আবার কট্টর বিজেপি বিরোধী বেশ কিছু বুদ্ধিজীবী যাঁরা মমতার সঙ্গে দূরত্ব রেখে চলতেন, তারা এবার দিদিকে সমর্থন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

২০১১ বিধানসভায় ক্ষমতার আসার পর থেকেই টলিউড কার্যত চলে যায় তৃণমূলের দখলে। ২০১১-থেকে তৃণমূলের শহিদ দিবসে প্রায় গোটা টলিউডকেই দিদির মঞ্চে দেখা যায়। দেব সাংসদ হওয়ার পর সংখ্যাটা বাড়তে থাকে। তৃণমূলে এখন টলিউড থেকে সাংসদ সংখ্যা তিন। দেব, মিমি, নুসরত। টলিউডের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কটা বরাবরই মধুর। ক্ষমতায় আসার পর টলিউডের কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন দিদি। কিন্তু অভিযোগ দিদি যাদের হাতে টলিউড সামলানোর দায়িত্ব দিয়েছেন, সেখানে কোথাও একটা সমস্যায় ক্ষোভ তৈরি হয়েছে। লকেট চ্যাটার্জি সাংসদ হওয়ার পর টলিউড তারকাদের মধ্যেও বিজেপি-তে যোগদানের আগ্রহ বেড়েছে বলে পদ্মশিবিরের দাবি। রাজ্যের এক জনপ্রিয় নায়ক ও নায়িকাকে খুব তাড়াতাড়ি তাদের দলে দেখা যাবে বলে দাবি বিজেপি-র। তবে ভাঙনের মাঝেও দিদি পাশে পেতে পারেন নতুন কিছু তারকাকে।