Mamata Banerjee On Sahid Diwas: অতিমারীর কাঁটায় ২১ জুলাইয়ের শহিদ স্মরণ, কী বললেন মমতা? (দেখুন ভিডিও)

আর মাত্র সাতদিন, তারপরেই তৃণমূলের শহিদ দিবস৷ তবে অতিমারীর দাপটে এবারও মানুষের সুস্থতার কথা চিন্তা করে শহিদ স্মরণ অনুষ্ঠান ভার্চুয়ালি রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Video screen grab)

কলকাতা, ১৪ জুলাই: আর মাত্র সাতদিন, তারপরেই তৃণমূলের শহিদ দিবস৷  তবে অতিমারীর দাপটে এবারও মানুষের সুস্থতার কথা চিন্তা করে শহিদ স্মরণ অনুষ্ঠান ভার্চুয়ালি রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  এনিয়ে তিনি বলেছেন, “জমায়েত করার কথা ছিল৷   জমায়েত করলে অন্তত বিশ ৩০ লক্ষ লোক তো আমাদের আসেই৷ সেজন্য আমরা গতবারে ভার্চুয়াল করেছিলাম৷ এবারও পরিস্থিতির দিকে নজর রেখে কোভিড যাতে বাড়তে না পারে  ভার্চুয়ালি করা হচ্ছে৷ মানে সদিচ্ছা আছে আমাদের করবার, তবে এই সদিচ্ছা যাতে মানুষের কোনও ক্ষতি না করতে পারে তাই২১ জুলাই ভার্চুয়ালি বক্তব্য রাখব বেলা দুটোর সময়৷ মা মাটি মানুষকে উৎসর্গ করে শহিদ দিবসের আলোচনা হবে৷  জাগো বাংলা ওদিনই লঞ্চ হবে৷  প্রতিটি বুথে বুথে আমাদের লোক থাকবে৷”

১৯৯৩ সালে ২১ জুলাই  মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত ১৩ জন বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস৷