Tiljala Shocker: মর্মান্তিক! তিলজলায় তেলের ট্যাঙ্কারের মধ্যে পড়ে মৃত দুই শ্রমিক
শনিবার মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হলেন কলকাতার তিলজলা এলাকার বাসিন্দারা। সেখানে একটি তেলের ট্যাঙ্কারে মধ্যে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের।
কলকাতা: শনিবার মর্মান্তিক একটি ঘটনার (Tragic incident) সাক্ষী হলেন কলকাতার (Kolkata) তিলজলা এলাকার (Tiljala area) বাসিন্দারা। সেখানে একটি তেলের ট্যাঙ্কারে (oil tanker) মধ্যে পড়ে মৃত্যু হল (died) দুই শ্রমিকের (two workers)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই শ্রমিক তেলের ট্যাঙ্কারে উপরে উঠে ঢাকা খুলেছিলেন। সম্ভবত কতটা তেল ট্যাঙ্কারের মধ্যে আছে তা দেখার চেষ্টা করছিলেন। সেই সময় কোনওভাবে ট্যাঙ্কারের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁদের। আরও পড়ুন: Uttar Dinajpur Minor Girl Death Case: কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় বাবা-সহ মূল অভিযুক্তের ১৪ দিনের পুলিশি হেফাজত, ভিডিয়োতে শুনুন শশী পাঁজার বক্তব্য