তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Photo Credit:Twitter)

কল্যাণী, ৭ ডিসেম্বর: রবিবার গয়েশপুরে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। নদিয়ার (Nadia) গয়েশপুরে একটি দলীয় মিটিংয়ে গিয়ে মেজাজ হারান তিনি। গালিগালাজ করেন দলীয় কর্মীদের, এমনকি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বললেন, 'কে ঢুকতে দিয়েছে এই দু'পয়সার প্রেসকে?' মহুয়ার এই মন্তব্যে বিজেপি-র কটাক্ষ, 'মহুয়া মৈত্র নিজের দলের কর্মীদেরই সমর্থন পান না। সবাইকে খুব অপমান করেন।' খোদ অমিত মালব্য টুইট করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেন।

আজ তক বাংলার খবর অনুযায়ী, কল্যাণী বিধানসভার কয়েকটি জায়গায় বুথ কর্মীদের নিয়ে বৈঠক করেন মহুয়া। কল্যাণীর বৈঠক সেরে গয়েশপুরের সুকান্ত সদনে আসেন তৃণমূলের সাংসদ। সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি মিন্টু দের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের হাতে দেখা যায় বেশ কিছু প্ল্যাকার্ড, যাতে লেখা- বহিরাগত শহর সভাপতিকে মানছি না মানব না। আরও পড়ুন, জরুরি পরিস্থিতিতে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চাইল সেরাম

মহুয়া মৈত্র সেখানে পৌঁছতেই তাঁকে বিক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা ঘিরে ধরেন। এ বিষয়ে মহুয়া মৈত্র বলেন, 'এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিছু রাগ অভিমান ছিল। সেগুলো বৈঠকের পর মিটে গিয়েছে। একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। খুব সাধারণ ব্যাপার। আমি আবার জানুয়ারিতে আসব।' সেই সভা কভার করতে হাজির ছিল প্রেসও। তিনি প্রেসকে উদ্দেশ্য করে বলেন, 'কে ঢুকতে দিয়েছে প্রেসকে? দু পয়সার প্রেস। বেরিয়ে যান।' সাংসদের এই মন্তব্যে ক্ষুব্ধ হন সাংবাদিকেরা।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Social Media Addiction: সোশ্যাল মিডিয়া ও রিলসের নেশায় ঘর ছাড়লেন গৃহবধূ

Deepika Padukone: বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং, দীপিকা পাডুকনের পাশে দাঁড়ালেন আলিয়া

Narad Jayanti 2024: মহাবিশ্বের প্রথম সাংবাদিক নারদ! জেনে নিন নারদ জয়ন্তী কবে এবং এই দিনে গুরুত্ব...

Devendra Fadnavis: ড্রাগ মাফিয়াদের নিয়ে উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ! প্রাক্তন সাংহবাদিককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ

Lok Sabha Elections 2024: সাংবাদিকের গাড়ির চাকা চুরি, দেখুন ভাইরাল ভিডিও

World Press Freedom Day 2024: বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস কবে? জেনে নিন কেন পালিত হয় এই দিনটি...

India slams US media On Pannun Case: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে মার্কিন মিডিয়ার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অনভিপ্রেত, স্পষ্ট জানাল ভারত

Alia Bhatt Birthday: জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর ৩১-এ পা, দেখুন আলিয়ার আদুরে ছবি