Burmese Pythons Rescued In Fulbari: সরকারি অফিসের পাইপের মধ্যে থেকে উদ্ধার দুটি বার্মিজ অজগর
শুক্রবার সকালে আচমকা শিলিগুড়ির উপকণ্ঠে অবস্থিত ফুলবাড়ির তিস্তা ব্যারাজের মেকানিক্যাল ইয়ার্ড অফিসে দুটি বার্মিজ অজগরকে দেখতে পান স্থানীয়রা।
ফুলবাড়ি: শুক্রবার সকালে আচমকা শিলিগুড়ির (Siliguri) উপকণ্ঠে অবস্থিত ফুলবাড়ির (Fulbari) তিস্তা ব্যারাজের (Teesta Barrage) মেকানিক্যাল ইয়ার্ড অফিসে (mechanical yard office) দুটি বার্মিজ অজগরকে (Burmese pythons) দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর যায় বন দপ্তরের অফিসে। সেখান থেকে লোকজন এসে অজগর দুটিতে উদ্ধার (rescued) করে নিয়ে যান।
এপ্রসঙ্গে বন দপ্তরের এক আধিকারিক (Forest Official) অরিত্র দে বলেন, "আমাদের কাছে খবর আসে ফুলবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারাজের মেকানিক্যাল ইয়ার্ড অফিসে দুটি বার্মিজ অজগর দেখা গেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই দুটি অজগরকে একটি পাইপের (pipe) মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় দেখতে পাই। সেগুলিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে অজগর দুটিকে বনে ছেড়ে দিয়ে আসা হবে।" আরও পড়ুন: Delhi ATM Loot: দেখুন কীভাবে দিনের আলোয়ে দিল্লিতে এটিএম লুট করছে ৩ দুষ্কৃতী