West Bengal Assembly Election 2021: আজই রাজ্যে এল ১২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী
আজই রাজ্যে আসছে ১২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে মোট ১২৫ কম্পানি বাহিনী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরিয়া ডোমিনেশনের জন্যই আসবে তারা। এর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি। আগামী ২৮ ফেব্রুয়ারি দলীয় সভা করতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আজই রাজ্যে এল ১২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে মোট ১২৫ কম্পানি বাহিনী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরিয়া ডোমিনেশনের জন্যই আসবে তারা। এর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি। আগামী ২৮ ফেব্রুয়ারি দলীয় সভা করতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্বাচনের দিন এখনও ঠিক হয়নি। তার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে, কোভিডের কারণে নিয়মবিধির কারণে আগে থেকে আনা হচ্ছে। জানা যাচ্ছে, ২ কম্পানি বাহিনী নেমেছে দুর্গাপুরে। সেখান থেকে ১ কোম্পানি বীরভূম, ১ কোম্পানি বাঁকুড়ায় যাবে। বর্ধমানে নেমেছে ১ কম্পানি সিআরপিএফ, ডানকুনিতে নামবে ৫ কম্পানি এবং কলকাতা স্টেশনে ৪ কম্পানি সিআরপিএফ নামবে। আরও পড়ুন: BJP Leader Pamela Goswami Arrested: মাদক-সহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, উদ্ধার ১০০ গ্রাম কোকেন
সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীকে বিধাননগর, বারুইপুর, ডায়মন্ডহারবার, হুগলি, ব্যারাকপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। ভোটের দিন ঘোষণা হলেই তারা এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করবে।