Swastika Mukherjee's 'Ram' Tweet: বিজেপিতে যোগ দিচ্ছেন স্বস্তিকা? 'রাম' টুইটে জল্পনা তুঙ্গে
স্বস্তিকার কমেন্ট বক্সে 'জয় শ্রীরাম' থেকে শুরু করে 'রাম রাম' কমেন্টে ছয়লাপ, ঝড়ের গতিতে ভাইরাল পোস্টটি। ২১-র নির্বাচনে বাংলা দখল বিজেপির এখন একমাত্র লক্ষ্য, ইতিমধ্যেই টলি তারকাদের নিজেদের দলে টানছে কেন্দ্রীয় নেতৃত্ব।
২১-র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখনই টলিউড ঘিরে উত্তেজনা তুঙ্গে। টলিউডের হার্টথ্রব স্বস্তিকা মুখার্জির মুখে 'রাম-নাম'। কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন স্বস্তিকা, এবার সেই অভিনেত্রীই বিজেপির দিকে ঝুঁকছেন! ২৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় টুইট করেন স্বস্তিকা মুখার্জি। টুইটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লেখেন, "রাম তোমার। রাম আমার। ভুতের মুখে পরলেও রাম নাম। শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম। অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র।"স্বস্তিকার কমেন্ট বক্সে 'জয় শ্রীরাম' থেকে শুরু করে 'রাম রাম' কমেন্টে ছয়লাপ, ঝড়ের গতিতে ভাইরাল পোস্টটি। ২১-র নির্বাচনে বাংলা দখল বিজেপির এখন একমাত্র লক্ষ্য, ইতিমধ্যেই টলি তারকাদের নিজেদের দলে টানছে কেন্দ্রীয় নেতৃত্ব।