Nusrat Jahan and Nikhil Jain Getting Divorced? অবশেষে বিচ্ছেদের পথে নিখিল-নুসরত? বিচ্ছেদ নোটিস নিখিলের

বেশ কিছুদিন ধরেই নিখিল ও নুসরতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছিল। আজমেঢ় শরীফে গেছেন অভিনেত্রী সেখানেও তাঁর পাশে দেখা যায় সতীর্থ অভইনেতা যশ দাশগুপ্তকে নিয়ে। প্রথমে শুটিংয়ের গুঞ্জন উঠলেও পরে দেখা যাচ্ছে রাজস্থানের বালিয়াড়িতে নুসরত ঘউরে বেড়াচ্ছেন সঙ্গে যশ।

রূপকথার বিয়ে নিয়ে এক সময় আলোচনা কম হয়নি। তখন ২০১৯। লোকসভা নির্বাচনে জিতে বিয়ের পিঁড়িতে বসতে তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) উড়ে গিয়েছিলেন তুরস্কের বোদরুমে। এরপর একটা বছর ধরে প্রচারের আলোতেই থেকেছেন স্বামী নিখিল জৈন ও স্ত্রী নুসরত জাহান। বিয়ের পর শাখা সিঁদুরে রঞ্জিত হয়েই সংসদে শপথ নিতে পৌঁছে যান নুসরত। তারপর কলকাতায় রাজকীয় রিসেপশন। ইসকনের রথে যোগ দেওয়া নিয়ে কট্টরবাদীদের রে রে করে ওঠা। কী নেই সেই তালিকায়। করোনাকাল কাটিয়ে ফের এসেছে নির্বাচন। এবার বিধানসভা ভোট। তার আগেভাগেই সাংসদ নুসরত জাহানের বৈবাহিক জীবনের যবনিকা পাতের সূচনা হয়ে গেল বলতে পারেন। শোনা যাচ্ছে স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন নিখিল জৈন।