কেন্দ্র ও কৃষকদের মধ্যে আট দফা বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র। এদিকে মঙ্গলবার বিতর্কিত ৩টি কৃষি আইনে ফের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনগুলি কার্যকর করা যাবে না। কৃষকদের মতামত নিয়ে কেন্দ্র আইনে সংশোধন ঘটাতে রাজি হলেও, আন্দোলনকারীরা তাতে রাজি হননি। বরং সম্পূর্ণ আইন প্রত্যাহারের দাবিতেই অনড় তাঁরা। তাই কমিটি গঠন করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিল আদালত তবে আন্দোলনরত কৃষকরা কোনও কমিটি গঠনে সাড়া দেয়নি। তাদের একটাই দাবি, কোনও সংশোধন বা আলোচনা নয় তিনটি গৃহীত কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। প্রধান বিচারপতি এসএ বোবদে, এএস বোপান্না এবং ভি রাম সুব্রহ্মণিয়নের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এটা রাজনীতি নয়। রাজনীতি এবং বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।’’ কিন্তু কৃষকরা কোনও কমিটির সঙ্গে কথা বলতে প্রস্তুত নন বলে আদালতে জানান তাঁদের হয়ে সওয়াল করতে আসা আইনজীবী এমএল শর্মা। তিনি যুক্তি দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন দেখাননি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Shashi Panja: কেন্দ্র সরকার কখনই কৃষকদের আয় বৃদ্ধি করতে পারবে না! দাবি শশী পাঁজার

Mahua Moitra: মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেস দায়ের ইডি-র!

Mahua Moitra: তাঁকে নিয়ে করা বিদ্রুপের ভিডিয়োতে হাসিতে উড়িয়ে 'দৃষ্টান্ত' মহুয়া মৈত্রর

Kunal Ghosh: বাংলায় বিজেপির দালাল কংগ্রেস এবং সিপিএম, তবে দিল্লিতে বিরোধীদের সরকার ক্ষমতায় এলে মিলবে তৃণমূলের সমর্থন, কুণালের আশ্বাস

Mahua Moitra: সামনেই মমতার সভা কৃষ্ণনগরে, তার আগে বৈদেশিক মুদ্রা লেনদেন মামলায় ফের ইডির তলব মহুয়াকে

Kunal Ghosh: মহুয়া মৈত্র প্রতিহিংসামূলক রাজনীতির শিকার, দাবি কুণালের

Mahua Moitra: এফআইআর দায়ের হতেই মহুয়ার বাড়িতে সিবিআই হানা, ভোটের মুখে বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী

Cash-For-Query Case:তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল