CBSE Board Exam: জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাতিল সিবিএসই-র বোর্ড পরীক্ষা

প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন স্থির হয় ২০২১-র ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার একাধিক শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী

দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের (CBSE Board Exam) পরীক্ষা বাতিল করল কেন্দ্র। ২০২০-২১ শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছে না নতুন বছরের শুরুতেও। করোনা আবহে সিবিএসই বোর্ড পরীক্ষার ভবিষ্যত নিয়ে তৈরি হল প্রশ্নচিহ্ন! মঙ্গলবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh Pokhriyal)। প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন স্থির হয় ২০২১-র ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার একাধিক শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রমেশ পোখরিয়াল। সেই সময়ই এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। একমাস আগেই ২০২১-র প্রথম দিকে পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছিল। যাতে পরীক্ষার্থীরা পড়াশুনার জন্য নির্দিষ্ট সময় পান এবং মানসিক স্থিতির জন্য এই ঘোষণা করা হয়েছিল। অবশেষে সেই ১ মাস আগে ঘোষিত তারিখেরও বদল হল আজ।