Zomato Supplying Essential Grocery Items: করোনা মোকাবিলায় এবার অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী ডেলিভারি দিচ্ছে জোম্যাটো

এখন আর অর্ডার মেনে খাবার ডেলিভারি নয়। লকডাউনের মধ্যে ভারতের ৮০ শহরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। মঙ্গলবার একথা জানালেন সংস্থার সিইও দীপিন্দর গয়াল। শুধু দেসেই নয়, বিদেশের রেস্তরাঁগুলির প্রয়োজন বুঝে অত্যাবশ্যকীয় পন্যও সরবরাহ করা হবে। এক্ষেত্রে জোম্যাটোর নতুন দুই ক্লায়েন্ট দেশ হল অস্ট্রেলিয়া ও পর্তুগাল। তিনি আরও বলেন এই বিপর্যয়ের দিনে জোম্যাটো গোল্ড সাবস্ক্রিপশন থেক পাওয়া অর্থ রেস্তরাঁর সাধারণ কর্মীদের সহাতায় খরচ করা হবে। ইতিমধ্যেই এই সুযোগ এসেছে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর বাজারে। খুব শিগগির অন্যদেশের বাজারগুলিতেও এই সুবিধা মিলবে।

প্রতীকী ছবি(Photo Credit: Zomato Logo)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: এখন আর অর্ডার মেনে খাবার ডেলিভারি নয়। লকডাউনের মধ্যে ভারতের ৮০ শহরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। মঙ্গলবার একথা জানালেন সংস্থার সিইও দীপিন্দর গয়াল। শুধু দেসেই নয়, বিদেশের রেস্তরাঁগুলির প্রয়োজন বুঝে অত্যাবশ্যকীয় পন্যও সরবরাহ করা হবে। এক্ষেত্রে জোম্যাটোর নতুন দুই ক্লায়েন্ট দেশ হল অস্ট্রেলিয়া ও পর্তুগাল। তিনি আরও বলেন এই বিপর্যয়ের দিনে জোম্যাটো গোল্ড সাবস্ক্রিপশন থেক পাওয়া অর্থ রেস্তরাঁর সাধারণ কর্মীদের সহাতায় খরচ করা হবে। ইতিমধ্যেই এই সুযোগ এসেছে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর বাজারে। খুব শিগগির অন্যদেশের বাজারগুলিতেও এই সুবিধা মিলবে।

এক বিবৃতিতে দীপিন্দর গয়াল বলেন, “বিশ্ব এক বিরাট সমস্যার মুখোমুখি হয়েছে। এখনও কোনও সুরাহার খোঁজ মেলেনি। এই মারণ বাইরাসের প্রকোপে সবথেকে বাজে অবস্থায় বিশ্বের রেস্তরাঁ ব্যবসা ও এর সঙ্গে যুক্ত ফুড ডেলিভারি সংস্থা গুলি। এটাই সময় যখন আমরা নিজেরাই নিজেদের দিকে সহয়োগিতার হাত বাড়িয়ে দিয়ে পিছিয়ে পড়াকে সামনের সারিতে আনতে পারব।” দু মাসের জন্য বিনামূল্যে গোল্ড মেম্বারশিপের সুযোগ দিচ্ছে জোম্যাটো। আগামী দুমাস এই সুযোগ পাওয়া যাবে, ভারত, সংযুক্ত আরব আমীরশাহী, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, লেবানন, তুরস্ক, কাতার ও নিউজিল্যান্ডে। দিন আনি দিন কাই মানুষের খাবারের খরচ বহন করবে জোম্যাটো। ইতিমধ্য়েই এই মর্মে বিভিন্ন ব্যক্তিত্ব ও কর্পোরেট সংস্থা থেকে ২৫ কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও পড়ুন-Shab-E-Barat 2020: লকডাউন মেনে বাড়িতে শাব-ই-বরাতের নামাজ পড়ুন, ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আবেদন মুখতার আব্বাস নাকভির

ইতিমধ্যেই জোম্যাটোর তরফে এক লক্ষেরও বেশি দিনমজুর পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ২০ শহরে এই পরিষেবা দেওয়া হয়েছে। এই