Vodafone-Idea: দাম বাড়ল! ডিসেম্বর ৩ থেকে আরও মূল্যবান হবে ভোডাফোন- আইডিয়া
ভারতে (India) ব্যবসা করাই ক্রমশ কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতে তাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আর্থিক সঙ্কটের মুখে টেলিকম সংস্থাগুলি (Telecom Organizations)। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিল ভোডাফোন (Vodafone)। এবার ভোডাফোন- আইডিয়া (Idea) দুটি সংস্থাই জানালো ডিসেম্বর মাস থেকে সব মোবাইল নেটওয়ার্কই মাসুল বাড়াবে। আগামী ৩ ডিসেম্বর রাত ১২ টা থেকে থেকে নতুন হারে কল চার্জ দিতে হবে গ্রাহকদের।
ভারতে (India) ব্যবসা করাই ক্রমশ কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতে তাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আর্থিক সঙ্কটের মুখে টেলিকম সংস্থাগুলি (Telecom Organizations)। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিল ভোডাফোন (Vodafone)। এবার ভোডাফোন- আইডিয়া (Idea) দুটি সংস্থাই জানালো ডিসেম্বর মাস থেকে সব মোবাইল নেটওয়ার্কই মাসুল বাড়াবে। আগামী ৩ ডিসেম্বর রাত ১২ টা থেকে থেকে নতুন হারে কল চার্জ দিতে হবে গ্রাহকদের।
এর জন্য নতুন একগুচ্ছ প্ল্যান (Plans) আনল ভোডাফোন। এখন ২, ২৮, ৮৪, ৩৬৫ দিনের জন্য আলাদা আলাদা প্ল্যান পাওয়া যাবে ভোডাফোনের। ইতিমধ্যেই এর বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষে। সব মিলিয়ে গ্রাহকদের খরচ বাড়ছে ৪১.২ শতাংশ পর্যন্ত। কিছুদিন আগে রিলায়্যান্স জিও (Reliance Jio) কল ট্যারিফ বাড়িয়েছিল। এবার একই পথে হাঁটল ভোডাফোন- আইডিয়া। আরও পড়ুন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এখনই সরানো হচ্ছে না, জানাল টুইটার
ভোডাফোনের সিইও নিক রিড জানিয়েছেন, ভবিষ্যতে ভারতে তাদের ব্যবসা করা অনিশ্চিত। তার জন্য বিশেষ কোনও সংস্থা দায়ী নয়। সমস্যাটা হচ্ছে চড়া করের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বকেয়া লাইসেন্স নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়৷
সংস্থার লোকসানের পরিমাণও ক্রমশ বেড়েই চলেছে৷ চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্টে দেখা যাচ্ছে, ভোডাফোন-আইডিয়ার মোট ক্ষতির পরিমাণ ৫০,৯২১ কোটি টাকা৷ যা এখনও পর্যন্ত সর্বাধিক৷ ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্টে একেবারেই স্বস্তিতে নেই ভোডাফোন ইন্ডিয়া৷ এর পরেই সংস্থার পক্ষে জানানো হয় ডিসেম্বর থেকে দাম বাড়িয়ে ট্যারিফ বদল করা হবে। এর ফলে চাপের মুখে পড়তে চলেছে লক্ষাধিক ব্যবহারকারী ।