WhataApp New Feature : এবার থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ৪টি ফোনে ব্যবহার করা যাবে

এবার থেকে একটি মাত্র অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৪টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করা যাবে।

Photo Credit pixabay

নয়াদিল্লি : এবার থেকে একটি মাত্র অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৪টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করা যাবে। ব্যবহারকারী আলাদা আলাদা ফোন থেকে নম্বর না বদলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

এই নতুন ফিচারের আকর্ষণীয় বিষয় হল, প্রাইমারি ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায় বা ডিভাইসটি বন্ধ হয়ে যায় তাহলেও বাকি ডিভাইসগুলিতে ব্যাবহার করা যাবে।

কিভাবে ব্যবহার করবেন জেনে নিন 

ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলার পর উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে ‘link a new device’ অপশনে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই স্ক্রিনে একটি বারকোড আসবে যার মাঝখানে থাকবে হোয়াটসঅ্যাপ লোগো।

এবার আপনার যে প্রাইমারি ডিভাইস রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন। তারপর উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘linked devices’ অপশনে সিলেক্ট করে ‘link a new device’ অপশনে ক্লিক করুন। এরপর একটি স্ক্যানার খুলবে যা অন্য ডিভাইসে গিয়ে স্ক্যান করতে হবে। একইভাবে ৪টি ডিভাইসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।