Elon Musk: টুইটারে পোস্ট দেখার ক্ষেত্রে নয়া ফরমান ইলন মাস্কের, জানুন বিস্তারিত
শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট দেখা,করা ও অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করতে অসুবিধা হচ্ছিল বিশ্বজুড়ে থাকা হাজার হাজার টুইটার ব্যবহারকারীরা। একাধিক টুইটারাট্টি এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানাতে থাকেন।
নিউইয়র্ক: শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট দেখা,করা ও অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করতে অসুবিধা হচ্ছিল বিশ্বজুড়ে থাকা হাজার হাজার টুইটার ব্যবহারকারীরা। একাধিক টুইটারাট্টি এই বিষয়ে (Twitter Down) সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানাতে থাকেন।
শনিবার রাতে টুইটারে পোস্ট দেখার ক্ষেত্রে নয়া ফরমান জারি করলেন মালিক ইলন মাস্ক (Elon Musk)। জানালেন, অতিরিক্ত পরিমাণ (extreme levels) ডেটা স্ক্র্যাপিং (data scraping) ও সিস্টেম ম্যানিপুলেশনের (system manipulation) ঠিক করতে আমরা সাময়িকভাবে কিছু সীমাবদ্ধতা(temporary limits) জারি মেনে চলব। ভেরিফায়েড অ্যাকাউন্টের (Verified accounts) ক্ষেত্রে প্রতিদিন ৬ হাজার পোস্ট পড়া যাবে। পুরনো আনভেরিফায়েড অ্যাকাউন্ট (Unverified accounts) ৬০০টি পোস্ট ও নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্ট (New unverified accounts) ব্যবহারকারী প্রতিদিন ৩০০টি পোস্ট পড়তে পারবেন। আরও পড়ুন: Twitter Down: অদ্ভুত সমস্যা টুইটারে! বিশ্বজুড়ে সমস্যায় হাজার হাজার ব্যবহারকারী
দেখুন ইলন মাস্কের টুইট: