Elon Musk Cuts Twitter Employees Perks: ফের বড় সিদ্ধান্ত মাস্কের, 'মহা বিপদে' ট্যুইটার কর্মীরা

মাস্কের কড়াকড়ির পরও যে কর্মীরা এখনও কর্মরত ট্যুইটারে, তাঁদের মাথায়ও কার্যত আকাশ ভেঙে পড়ল। এবার থেকে ট্য়ুইটারে চাকরি করলে আর অত্যাধিক সুযোগ সুবিধা পাবেন না সংস্থার কোনও কর্মী।

Elon Musk, Twitter (Photo Credit: WikimediaCommons, Twitter)

নিউ ইয়র্ক, ২২ নভেম্বর:  ট্য়ুইটারের (Twitter) মালিকানা হাতে আসার পর থেকে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন এলন মাস্ক (Elon Musk)। ট্য়ুইটারের মালিক হওয়ার পর প্রথমে বিনা নোটিশে কর্মীদের ছাঁটাই থেকে শুরু করে, সপ্তাহে ৭ দিন কাজ কিংবা অফিসে ১২ ঘণ্টা থাকার নিদান। মাস্কের একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে। মাস্কের কড়াকড়ির পরও যে কর্মীরা এখনও কর্মরত ট্যুইটারে, তাঁদের মাথায়ও কার্যত আকাশ ভেঙে পড়ল। এবার থেকে ট্য়ুইটারে চাকরি করলে আর অত্যাধিক সুযোগ সুবিধা পাবেন না সংস্থার কোনও কর্মী। বাড়িতে ইন্টারনেট পরিষেবা,  বাচ্চাদের স্কুল, ডেকেয়ার স্কুল, কোনওকিছুরই সুযোগ সুবিধা আর কর্মীরা পাবেন না। অর্থাৎ মাইক্রো  ব্লগিং সাইটে কর্মরতরা এতদিন পর্যন্ত যে সব সুযোগ, সুবিধা পেতেন, মাস্কের হাতে দায়িত্ব আসার পর সব একটু একটু করে ছেঁটে ফেলা হচ্ছে।

এদিকে ট্য়ুইটার, মেটার পর এবার গুগলে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগলের 'প্যারেন্ট কোম্পানি' অ্যালফাবেট থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে খবর।