Twitter Down: আচমকা টুইটার বন্ধ হতেই সোশ্যাল মিডিয়া ভরে গেল মজার মিম আর জোকসে, দেখুন এক ঝলকে

টুইটার ব্যবহারকারীরা লগইন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এমনকি ব্যবহারকারীরা টুইটারে লগইন করার সময় ত্রুটি দেখতে পাচ্ছেন। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

(Photo Credits: File Image)

 আজ (২৯.১২.২০২২,বৃহস্পতিবার) সকালে  হঠাৎই টুইটার বন্ধ হয়ে যায়। দেখা যায় টুইটার ব্যবহারকারীরা লগইন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এমনকি ব্যবহারকারীরা টুইটারে লগইন করার সময় ত্রুটি ও(Error Message)দেখতে পাচ্ছেন। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

ভারতের অনেক ব্যবহারকারী টুইটারের ওয়েব সংস্করণে লগইন করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা সহ বেশ কয়েকটি শহরে বিভ্রাটের খবর পাওয়া গেছে। বেশ কয়েকবার রিফ্রেশ করা সত্ত্বেও, ব্যবহারকারীরা লগ ইন বা লগ আউট করার সময় ত্রুটি বার্তা দেখতে পাচ্ছেন।গত এক বছরে বারবার সার্ভারের সমস্যায় বন্ধ হয়ে পড়েছে টুইটার। আর যখনই এই সমস্যা দেখা দিয়েছে তখনই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে টুইটার ও টুইটার কর্তাকে নিয়ে হাসি মজার বিভিন্ন মজার মিম ও জোকস।