TikTok Ban In India: টিকটক নিষিদ্ধ, ভারতে ৬০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে চিনা সংস্থা বাইটড্যান্স

টিকটক-সহ আরও ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছে। এর জেরে মাদার সংস্থা বাইটড্যান্স (ByteDance) প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে। গ্লোবাল টাইমসের সূত্রে জানা গিয়েছে, লাদাখের গলওয়ান ভ্যালিতে ভারত চিন সেনার মধ্যে সংঘর্ষের জেরেই এই চিনা অ্যাপ নিষিদ্ধের বিষয়টি ঘটেছে। বাইটড্যান্সের তরফে এক সূত্রের খবর, গত কয়েক বছরে ভারতের বাজারে চিনা সংস্থাটি ১০০ কোটিরও বেশি টাকা লগ্নি করেছে। এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের ব্যবসাকে ভার্চুয়ালি রুখে দেবে। সর্বোপরি একটা জিনিস তো মাথায় রাখতেই হবে যে টিকটক-সহ বাকি অ্যাপ নিষিদ্ধ হওয়ার কারণে বাইটড্যান্সের ক্ষতির পরিমাণ ৬০০ কোটি টাকা।

বাইটড্যান্স(Photo Credits: Play Store)

বেজিং, ২ জুলাই: টিকটক-সহ আরও ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছে। এর জেরে মাদার সংস্থা বাইটড্যান্স (ByteDance) প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে। গ্লোবাল টাইমসের সূত্রে জানা গিয়েছে, লাদাখের গলওয়ান ভ্যালিতে ভারত চিন সেনার মধ্যে সংঘর্ষের জেরেই এই চিনা অ্যাপ নিষিদ্ধের বিষয়টি ঘটেছে। বাইটড্যান্সের তরফে এক সূত্রের খবর, গত কয়েক বছরে ভারতের বাজারে চিনা সংস্থাটি ১০০ কোটিরও বেশি টাকা লগ্নি করেছে। এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের ব্যবসাকে ভার্চুয়ালি রুখে দেবে। সর্বোপরি একটা জিনিস তো মাথায় রাখতেই হবে যে টিকটক-সহ বাকি অ্যাপ নিষিদ্ধ হওয়ার কারণে বাইটড্যান্সের ক্ষতির পরিমাণ ৬০০ কোটি টাকা।

নিষিদ্ধ হওয়া সমস্ত চিনা অ্যাপের সমন্বয়েই এই ক্ষতির পরিমাণ ধার্য হয়েছে। বাইটড্যান্সের অধীনে ছোট ভিডিও শেয়ারিং অ্যাপস হল এই টিকটক। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যালো। সঙ্গে ভিগো ভিডিও নামের আরও একটি অ্যাপ বাইটড্যান্সের অধীনে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। সেন্সর টাওয়ার নামের এক মোবাইল অ্যাপ অ্যানালিসিস সংস্থার পরিসংখ্যান বলছে, গত মে মাসে ভারতে ২ কোটি ২০ লক্ষ বার ডাউনলোড হয়েছে এই টিকটক অ্যাপ। গত সোমবার কেন্দ্র জানায় দেশে ৫৯টি চিনা অ্যাপস নিষিদ্ধ হচ্ছে। দেশের সার্বভৌমত্বে হানিকর কাজ করছে এই চিনা অ্যাবগুলি এমনটাই দাবি সরকারের। দেশের মানুষের গোপন তথ্য, ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের গোপন তথ্য হাতানো চলছে। যা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আরও পড়ুন-Biplab Deb: শহরবাসীকে বিনামূল্যে ফলের রস খাওয়াচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবদেব, কেন জানেন?

এই প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, দেশের সার্বভৌমত্ব, একতা, নিরাপত্তা, প্রতিরক্ষাদপ্তরকে সুরক্ষিত রাখতেই উল্লেখিত চিনা অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে সরকার। পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়াকে কেন্দ্র করেই এই অ্যাপ নিষিদ্ধের ঘটনাটি ঘটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনাজওয়ান শহিদ হয়েছেন। ১৯৭২-এ ভারত চিন যুদ্ধের পর লাদাখের গলওয়ান ভ্যালির এই সংঘর্ষই বড় ঘটনা। এদিকে ভারতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়া উদ্বেগ প্রকাশ করেছে বেজিং।