Tech Layoffs 2023: তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের বহর আরও বাড়বে!

চলতি বছরটা একেবারে আতঙ্কের মত যাচ্ছে দুনিয়ার তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত কর্মীদের।

Photo Credits: Pixabay

Tech Layoffs 2023: চলতি বছরটা একেবারে আতঙ্কের মত যাচ্ছে দুনিয়ার তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত কর্মীদের। অ্যামাজন থেকে মেটা, গুগল থেকে মাইক্রোসফটের মত টেক জায়েন্টরা কর্মী ছাঁটাই করছে। সেলফোর্স, ভোডাফোনের মত কোম্পানি কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হেঁটেছে। ছোট, মাঝারি মাপের টেক কোম্পানিরাও কর্মীদের বহিষ্কার করছে। তথ্য বলছে, চলতি বছর এখনও পর্যন্ত দুনিয়া জুড়ে প্রায় দু লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী চাকরি হারা বা কর্মহীন হয়ে পড়েছেন।

এর মধ্যে আরও খারাপ খবর। এখানেই শেষ নয়, আগামী কয়েক মাসের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরও কর্মী ছাঁটাই অপেক্ষা করে আছে।

আরও পড়ুন-টিকটকে ভিডিও দেখলেই ঘন্টা প্রতি মিলবে ৮ হাজার টাকা, কিভাবে দেখে নিন

দেখুন টুইট

গবেষণা বলছেন, ২০২২ সালে যেখানে দুনিয়ার ১ হাজার ৪৬টি তথ্য প্রযুক্তি কোম্পানি ১ লক্ষ ৬১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেখানে ২০২৩ সালের পাঁচ মাসের মধ্যেই দুনিয়ার ৬৯৫টি টেক কোম্পানি ১ লক্ষ ৯৮ হাজার কর্মীকে বহিষ্কার করেছে। চলতি বছর শুধু জানুয়ারিতেই এক লক্ষ টেক কর্মী চাকরি হারা হয়েছেন। অ্যামজন, গুগল, মাইক্রোসফট, সেলসফোর্সের মত কোম্পানিরা এই সময়ই কর্মী ছাঁটাই করে। মার্কিন ব্যাঙ্কগুলির বিপর্যয় টেক কর্মীদের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।



@endif