SBI UPI Service Down:: SBI-এ অনলাইনে বন্ধ থাকবে টাকা লেনদেন, কতক্ষণ জেনে নিন
বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, টেকনিক্যাল আপগ্রেডেশনের (Technology Upgrade) জন্য সাত তারিখ রাত সাড়ে ১১টা থেকে ৮ তারিখ রাত ২টো পর্যন্ত বন্ধ থাকবে তাদের ইউপিআই (UPI) পরিষেবা।
নয়াদিল্লি: অনলাইনের (Online) উপর ভরসা করেই প্রচুর মানুষ সারাদিন টাকা লেনদেন (Money Transfer) করেন। তাই অনলাইন ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা লেনদেনে সমস্যা হলে ঝামেলায় পড়েন অনেকেই। তবে অনেক সংস্থাই আজকাল আগাম জানিয়ে দেয় তাদের পরিষেবা বন্ধ করার বিষয়ে। যেমন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, টেকনিক্যাল আপগ্রেডেশনের (Technology Upgrade) জন্য সাত তারিখ রাত সাড়ে ১১টা থেকে ৮ তারিখ রাত ২টো পর্যন্ত বন্ধ থাকবে তাদের ইউপিআই (UPI) পরিষেবা। আরও পড়ুন: Pegasystems Layoffs: ২০২৩-এ বিপুল কর্মী ছাঁটাই হতে চলেছে পেগাসিস্টেমে