SpaceX: স্পেসএক্স ক্যাপসুলে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ৪ মহাকাশচারী

স্পেসএক্স ক্যাপসুলে (SpaceX Crew Dragon capsule) চেপে চার মহাকাশচারী পৌঁছে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station)। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, রাজা চারি, টম মার্শবার্ন, কায়লা ব্যারন ও ম্যাথিয়াস মাউর বৃহস্পতিবার সকাল ৬টা ৩২ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ৬ মাস তাঁরা মহাকাশে থাকবেন। রাজা চারি ভারতীয় বংশোদ্ভূত। তিনি এই মিশনের নেতৃত্বে রয়েছেন। চারি এবং তাঁর সহকর্মীরা মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।

Astronaut at International Space Station

ওয়াশিংটন, ১২ নভেম্বর: স্পেসএক্স ক্যাপসুলে (SpaceX Crew Dragon capsule) চেপে চার মহাকাশচারী পৌঁছে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station)। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, রাজা চারি, টম মার্শবার্ন, কায়লা ব্যারন ও ম্যাথিয়াস মাউর বৃহস্পতিবার সকাল ৬টা ৩২ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ৬ মাস তাঁরা মহাকাশে থাকবেন। রাজা চারি ভারতীয় বংশোদ্ভূত। তিনি এই মিশনের নেতৃত্বে রয়েছেন। চারি এবং তাঁর সহকর্মীরা মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ৩৯-এ লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে গতকাল রাত ৯টা ৩ মিনিটে স্পেসএক্স ক্রু-৩ মিশন যাত্রা শুরু করে। আরও পড়ুন: PUBG: ব্যাটেল গ্রাউন্ডের নিউ স্টেট গেমে সার্ভার ইস্যু, কী বলল সংস্থা?

বর্তমানে মহাকাশ স্টেশনে রয়েছেন মাত্র একজন মার্কিন মহাকাশচারী। আজ চারজন তাঁর সঙ্গে যোগ দিলেন। মাইক্রোগ্রাভিটি ল্যাবরেটরিতে তাঁরা পরীক্ষা নিরীক্ষা চালাবেন।



@endif