বিশ্বের সব থেকে ছোটও হালকা ক্যামেরা বাজারে আনল সনি, জানেন কী নাম তার?
স্মার্টফোনে হাজার সুযোগ সুবিধা থাকলেও ক্যামেরার প্রতি ফ্যাসিনেশন বরাবরের। কিন্তু ভাল ক্যামেরা মানেই বড়সড় চেহারার, তাতে ভাল ছবি তুলতে হলে আলাদা লেন্স দরকার। এতসব ঝামেলা ঘাড়ে করে বহন করার ইচ্ছে নেই তাই ছবি তোলার শখকেই বাতিল করে দিয়েছেন। এই ভেবে আর আফশোস করবেন না, হাইফাই লেন্স সমৃদ্ধ পকেটে এঁটে যাওয়া ক্যামেরা এবার আপনার হাতের মুঠোয়।
স্মার্টফোনে হাজার সুযোগ সুবিধা থাকলেও ক্যামেরার প্রতি ফ্যাসিনেশন বরাবরের। কিন্তু ভাল ক্যামেরা মানেই বড়সড় চেহারার, তাতে ভাল ছবি তুলতে হলে আলাদা লেন্স দরকার। এতসব ঝামেলা ঘাড়ে করে বহন করার ইচ্ছে নেই তাই ছবি তোলার শখকেই বাতিল করে দিয়েছেন। এই ভেবে আর আফশোস করবেন না, হাইফাই লেন্স সমৃদ্ধ পকেটে এঁটে যাওয়া ক্যামেরা এবার আপনার হাতের মুঠোয়। দুবছরের অপেক্ষার পর বিশ্বের সব থেকে ছোট ও হালকা ক্যামেরা বাজারে আনল সনি (Sony), মডেলটি হল আরএক্সও-টু (Sony RXO II)। এটি সনি আরএক্সও ক্যামেরার দ্বিতীয় ভার্সন। আরও পড়ুন-আল্ট্রাওয়াইড অ্যাঙ্গল থ্রিডি ডেপথ ক্যামেরা, বাজারে এল স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন
ক্যামেরার ফিচার্স দেখলে মন ভাল হয়ে যাবে। সনি আরএক্সও টু ক্যামেরাটির প্রধান এবং অন্যতম ফিচার হল এটি সবচেয়ে ছোট ক্যামেরা যার মাপ ৫৯এমএম x ৪০.৫এমএম x ৩৫এমএম এবং এর ওজন ১৩২ গ্রাম। এছাড়াও এতে থাকছে শকপ্রুফ, ওয়াটারপ্রুফ এবং ক্র্যাশপ্রুফের মতো ফিচার। ভাল কালার প্রোডাকশন এবং ছবির কোয়ালিটি ভাল থাকার জন্য ১৫.৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এক্সমর আরএস সিএমওএস সেন্সরের সঙ্গে নতুন এবং আধুনিক প্রযুক্তির বিআইওএনজেড এক্স ইমেজ প্রসেসিং রাখা হয়েছে। রয়েছে সেলফি মোডে ছবি এবং ভিডিও তোলার জন্য ১৮০ ডিগ্রির একটি ছোট ফ্লিপ-আপ স্ক্রিন। এছাড়াও এলসিডি প্যানেলটি নিচের দিকে ৯০ ডিগ্রি ঘোরানো যাবে। তবে স্ক্রিন টাচের সুবিধা নেই।ক্যামেরাটিতে জেডইআইএসএস টেসার টি ২৪এমএম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যা এফ/৪.০ অ্যাপারচারের সাহায্যে ব্যবহারকারীকে কমপক্ষে ২০ সেন্টিমিটারের দূরত্বে থাকা বিষয়টিকে ফোকাস করতে সাহায্য করে। এছাড়াও, স নি আরএক্সও টু ক্যামেরাটি কম আলোয় ছবি তোলার জন্য ৮০-১২ হাজার ৮০০ রেঞ্জের ওয়াইড আইএসও রাখা হয়েছে।
বলা বাহুল্য, এই ক্যামেরা ইমেজ স্টেবিলাইজেশনের সঙ্গে ৩০এফপিএস-এর ফোর-কে ভিডিও তুলতে সক্ষম। ছবিকে ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারে। এছাড়াও, ৯৬০/১০০০ ফ্রেম প্রতি সেকেন্ডে সুপার স্লো মোশন ভিডিও তুলতে সাপোর্ট করে এই ক্যামেরা।কাঁপা ছবিও সোজা করে দেবে সনি ইলেক্ট্রনিক স্টেবিলাইজেশনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ৫৭ হাজার ৬০০-র মতো খরচ করলেি আপনার পকেটে পৌঁছাবে আরএক্সও-টু।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)