Reliance Jio to launch 5G in 2021: জিও-র হাত ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি 5G পরিষেবার সূচনা দেশে, জানালেন মুকেশ আম্বানি

4G পরিষেবার পর এবার 5G পরিষেবা নিয়ে হাজির রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি। জিও-র মারফতই দেশবাসী এবার পাবে সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা। ২০২১-র মাঝামাঝি সময়ই আসছে জিও-র ৫জি পরিষেবা। মঙ্গলবার একথা ঘোষণা করলেন রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কীভাবে দেশবাসীকে এই ৫জি পরিষেবার সঙ্গে সাক্ষাৎ করানো হবে, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ধাপে ধাপে পরিকল্পনা শুরু হয়ে গেছে। যাতে দেশের সর্বত্র খুব কম খরচে এই পরিষেবা উপভোগ করতে পারেন দেশবাসী। তাই-ই ভাবনাচিন্তা চলছে আপাতত।

মুকেশ আম্বানি (Photo Credits: IANS)

4G পরিষেবার পর এবার 5G পরিষেবা নিয়ে হাজির রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি। জিও-র মারফতই দেশবাসী এবার পাবে সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা। ২০২১-র মাঝামাঝি সময়ই আসছে জিও-র ৫জি পরিষেবা। মঙ্গলবার একথা ঘোষণা করলেন রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কীভাবে দেশবাসীকে এই ৫জি পরিষেবার সঙ্গে সাক্ষাৎ করানো হবে, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ধাপে ধাপে পরিকল্পনা শুরু হয়ে গেছে। যাতে দেশের সর্বত্র খুব কম খরচে এই পরিষেবা উপভোগ করতে পারেন দেশবাসী। তাই-ই ভাবনাচিন্তা চলছে আপাতত। আরও পড়ুন: Winter In Kolkata: কুয়াশার দাপটে ব্যাকফুটে শীত, দৃশ্যমানতা কমার জেরে ব্যহত বিমান চলাচল 

মুকেশ আম্বানির কথায়, "ডিজিটাল ভারত। এই ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। সেই বিষয়টি আরও মসৃণ করে তুলতেই ৫জি পরিষেবা শুরুর ভাবনাচিন্তা। ২০২১ সালের মাঝামাঝি সময়ই এই পরিষেবার সূচনা হবে। তবে এক্ষেত্রেও আত্মনির্ভর ভারতকে সম্মান জানিয়ে ৫জি-র হার্ডওয়্যার এবং প্রযুক্তি সমস্ত কিছুই তৈরি হচ্ছে দেশে।"