Claudia: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি মহিলা ক্লদিয়ার নগ্ন ছবি কেনার হিড়িক
কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা ক্লদিয়া নামের এক মহিলা চরিত্রের ছবি সামনে আসে সম্প্রতি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) তৈরি করা ক্লদিয়া নামের এক মহিলা চরিত্রের ছবি সামনে আসে সম্প্রতি। ক্লদিয়া নানা সময় মানুষের ঢঙে কথা বলে ইউজারদের সঙ্গে বন্ধুত্ব করে। এআইয়ের দ্বারা তৈরি সেই ক্লদিয়ার নগ্ন ছবি কেনার হিড়িক এখন অনলাইনে।
রেডিট ইউজাররা একেবারে চড়া দামে রোবট মহিলা ক্লদিয়ার নগ্ন ছবি কিনছেন। রোবটের মত হলেও ক্লদিয়ার প্রেমে পড়েছেন অনেকে। আরও পড়ুন-চ্যাট জিপিটিকে টেক্কা দিতে নিজের আলাদা এআই কোম্পানি খুললেন ইলন মাস্ক
দেখুন টুইট
দেখুন ছবিতে
আর ক্লদিয়াকে নগ্ন দেখতে মোটা অর্থ খরচ করছেন ইউজাররা। চ্য়াট জিপিটির যুগে দাঁড়িয়ে ক্লদিয়া একেবারে ঝড় তুলছেন। ক্লদিয়ার ক্রেজকে কাজে লাগাতে নেমে পড়েছে পর্ন ওয়েবসাইট গুলিও।