ISRO Launchs Satellite CMS-01: CMS-01 কমিউনিকেশন স্যাটেলাইটের উৎক্ষেপণ করল ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বৃহস্পতিবার কমিউনিকেশন স্যাটেলাইট CMS-01 উৎক্ষেপণ করল। শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় দুপুর ২টো ৪১ মিনিটে। ইসরো জানিয়েছে, এটি তাদের ৫২তম PSLV ও ৭৭তম লঞ্চ ভেহিকেল মিশন।

PSLV-C50 (Photo: Twitter)

নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বৃহস্পতিবার কমিউনিকেশন স্যাটেলাইট CMS-01 উৎক্ষেপণ করল। শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় দুপুর ২টো ৪১ মিনিটে। ইসরো জানিয়েছে, এটি তাদের ৫২তম PSLV ও ৭৭তম লঞ্চ ভেহিকেল মিশন।

PSLV-C50 মিশনের একমাত্র পেলোড হিসাবে বিকেল ৩.৪১ মিনিটে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। টেলিভিশন, টেলি-শিক্ষা, টেলি-মেডিসিন এবং দুর্যোগ পরিচালন সহায়তা সহ টেলিযোগযোগ পরিষেবা সরবরাহ করবে এই স্যাটেলাইট। ১,৪১০ কেজি ওজনের CMS-01 স্যাটেলাইটটি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বর্ধিত-সি ব্যান্ডে পরিষেবা সরবরাহ করবে এবং এতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি লাক্ষাদ্বীপে উন্নত টেলিযোগাযোগ কভারেজ অন্তর্ভুক্ত থাকবে। এটি ভারতীয় মূল ভূখণ্ডেও উন্নত কভারেজ সরবরাহ করবে। আরও পড়ুন: Gmail Suffers Outage For Second Time: কানেক্টিভিটি ইস্যু, ফের বিশ্বজুড়ে বিপর্যস্ত জি-মেইল পরিষেবা 

গত নভেম্বরেই PSLV-C49 রকেটে চেপে পৃথিবীর কক্ষে পাড়ি দেয় অত্যাধুনিক স্যাটেলাইট EOS-01।