Philips Layoffs: বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই ফিলিপসে, আর্থিক ক্ষতি রুখতে কড়া সংস্থা
টেক সংস্থা ফিলিপস আগামী দু বছরে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে। সোমবার সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে ফিলিপস থেকে ৬০০০ চাকরি বাতিল করা হবে। যার মধ্যে ৩০০০ কর্মী চলতি বছরেই কাজ খোয়াবেন।
আরও পড়ুনঃ খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে স্পটিফাই, ফেব্রুয়ারির আগেই শুরু ছাঁটাই অভিযান
কর্মী ছাঁটাই ফিলিপসেঃ
গত অক্টোবরে ফিলিপসের তরফে ঘোষণা করা হয়েছিল, সংস্থা নানা জটিলার মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে ৪০০০ কর্মী তাঁরা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে এবার পুরো দমে কর্মী ছাঁটাইয়ের পথে নামতে চলেছে ফিলিপস।
আরও পড়ুনঃ শুরু অ্যামাজনের কর্মী ছাঁটাই, অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মচারীরা
গত বছর বাজারে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল ফিলিপস। সেই ক্ষতি পূরণের অক্টোবরে সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই ক্ষতি বেশি দিন স্থায়ী না হওয়ার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছিল ফিলিপস। তবে নতুন বছরে চাকরি ছাঁটাইয়ের পথেই এগোবে বলেই জানিয়েছে। ২০২৩ এ কাজ হারাতে চলেছেন প্রায় ৩০০০ কর্মী।