OnePlus Nord CE 5G & OnePlus TV U1S: আজই লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 5G ফোন; কম দামে দুর্দান্ত ফিচার
আজই আত্মপ্রকাশ করতে চলছে OnePlus Nord CE 5G ফোন। মধ্যবিত্তের নাগালে পৌঁছে দিতে OnePlus নিয়ে আসছে দামে কম 5G ফোন। রয়েছে দুর্দান্ত সব ফিচারও। শুধু OnePlus Nord CE 5G-ই নয়। আজ লঞ্চ হচ্ছে OnePlus-র TV U1S-ও। আজ ঠিক সন্ধে ৭ টায় দেখা যাবে ফোনের ফার্স্ট লুক।
আজই আত্মপ্রকাশ করতে চলছে OnePlus Nord CE 5G ফোন। মধ্যবিত্তের নাগালে পৌঁছে দিতে OnePlus নিয়ে আসছে দামে কম 5G ফোন। রয়েছে দুর্দান্ত সব ফিচারও। শুধু OnePlus Nord CE 5G-ই নয়। আজ লঞ্চ হচ্ছে OnePlus-র TV U1S-ও। আজ ঠিক সন্ধে ৭ টায় দেখা যাবে ফোনের ফার্স্ট লুক। সন্ধে ৭টা বেজে ৬ মিনিটে লঞ্চ হবে OnePlus TV U1S। গতবছর যে ফোনটি লঞ্চ করেছিল এই চিনা সংস্থা তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ফোন বলেই মনে করা হচ্ছে। মূলত, মধ্যবিত্তের হাতের মুঠোয় ওয়ানপ্লাসের মুঠোফোনকে বেঁধে ফেলতে চায় সংস্থা, যা এতদিন সম্ভব ছিল না।
OnePlus Nord CE 5G-তে যে যে ফিচারগুলি রয়েছে-
- Snapdragon 750G চিপ থাকছে। ৬.৪৩ ইঞ্চি+AMOLED স্ক্রিন হতে পারে। এছাড়াও, ফুল এইচডি 90Hz স্ক্রিন।
- ৮ জিবি RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ হতে পারে।
- 4,500mAh ব্যাটারি সহ ৫জি ফোন। 30W চার্জার দিয়ে মাত্র ৩০ মিনিটে ০% থেকে ৭০% চার্জ হয়ে যাবে।
- ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড রয়েছে।
- তিনটি ক্যামেরা রয়েছে যার মধ্যে 64MP প্রাইমারি ক্যামেরা। 16MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
- চওড়ায় 7.9mm। 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে।
- দাম হতে পারে ২১,৯৯৯ থেকে ২২,৯৯৯ টাকা।
আরও পড়ুন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ; কীভাবে দেখবেন?
এবার আসা যাক টিভিতে। OnePlus TV U1S হবে 4K রেজোলিউশন। USB Type-C port থাকতে পারে। এছাড়াও, ইনবিল্ট মাইক্রোফোন থাকবে। 30W স্পিকার সঙ্গে Dolby Atmos সাউন্ড। ৫০, ৫৫, ৬৫ ইঞ্চি - এই তিনটি সাইজে পাওয়া যাবে টিভি। দাম শুরু হতে পারে ৩৬,৯৯ ও অন্যদুটি ৪২,৯৯ ও ৫৯,৯৯৯।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)