No Law For AI In India: AI গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণে দেশে কোনও আইন নয়, জানাল কেন্দ্র
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI দেশের তথ্য প্রযুক্তি সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে AI-এর মাধ্যমে যাতে দেশের তথ্য প্রযুক্তি সেক্টরে উন্নতি হয়, সে বিষয়ে জোর দেওয়া হবে। লোকসভায় এমনই জানানো হয় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। সেই সঙ্গে AI ব্যবহারের ক্ষেত্রে কোনও আইন প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। AI-বৃদ্ধি নিয়ন্ত্রণ বা এ বিষয়ে কোনও আইন আনার কথা কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ভাবছে না বলে জানানো হয় লোকসভায়।