New Chairman of Tata Trusts:সর্বসম্মতিক্রমে টাটা ট্রাস্টের বোর্ড চেয়ারম্যান নির্বাচিত হলেন নোয়েল টাটা, কে এই নোয়েল টাটা? জেনে নিন এক নজরে

শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।টাটা গোষ্ঠীর সঙ্গে বিগত ৪০ বছর ধরে যুক্ত রয়েছেন নোয়েল এন টাটা। বর্তমানে ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

Noel Tata as chairman

রতন টাটার মৃত্যুর পরেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। জল্পনা তৈরি হয়েছিল রতন টাটার সৎভাই নোয়েল টাটা (Noel Tata relationship with Ratan Tata) তাঁর উত্তরসূরি হতে পারেন। জল্পনা সত্যি করে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হলেন নোয়েল টাটা (Noel tata)। শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।টাটা গোষ্ঠীর সঙ্গে বিগত ৪০ বছর ধরে যুক্ত রয়েছেন নোয়েল এন টাটা (Noel N Tata)। বর্তমানে ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। এ ছাড়াও টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বোর্ডের সদস্য হিসাবে কাজ করছেন নোয়েল।

কে এই নোয়েল টাটা ( Who is Noel Tata? )

রতন টাটার বাবা নেভাল এইচ টাটার (Naval Tata) দ্বিতীয় স্ত্রী সিমোন ডুনয়ারের সন্তান নোয়েল। ব্রিটেনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন নোয়েল। পরে নামী বিজ়নেস স্কুল থেকে ‘ইন্টারন্যাশনাল এগ্‌জ়িকিউটিভ প্রোগ্রাম’ নিয়ে পড়াশোনা করেন। নোয়েল টাটার বর্তমান বয়স (Noel Tata Age) ৬৭ বছর।তিনি ইতিমধ্যেই স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডে একজন ট্রাস্টি।এছাড়াও তিনি টাটা গ্রুপের খুচরা কোম্পানি ট্রেন্টের চেয়ারম্যান (জুডিও এবং ওয়েস্টসাইডের মালিক) এবং এর এনবিএফসি ফার্ম টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন নোয়েলও ভোল্টাসের বোর্ডে কাজ করেন।

নোয়েল এর জীবন ( Life of Noel Tata )

নোয়েল টাটা সাসেক্স ইউনিভার্সিটি (ইউকে) থেকে স্নাতক এবং ফ্রান্সের INSEAD থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (IEP) সম্পন্ন করেছেন। নোয়েল এর আগে যুক্তরাজ্যের নেসলেতে কাজ করেছেন।২০১০-১১ সালে টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে টাটা গোষ্ঠীতে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন।

আইরিশ নাগরিক নোয়েল পালোনজি মিস্ত্রির কন্যা আলু মিস্ত্রীকে বিয়ে করেন। পালোনজি মিস্ত্রি এক সময় টাটা সন্সের একক বৃহত্তম শেয়ারহোল্ডার ছিলেন।নোয়েল ও আলুর তিনটি সন্তান রয়েছে - লেয়া, মায়া এবং নেভিল।

গত চার দশকের বেশি টাটা গ্রুপের নেতৃত্ব নিয়ে এসেছেন নোয়েল টাটা । টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তার মেয়াদকালে, তিনি 2010 থেকে 2021 সালের মধ্যে কোম্পানির রাজস্ব ৫০০ মিলিয়ন ডলার থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নোয়েল।