PUBG Mobile Nordic Map: অবশেষে ব্যান কার্যকর, আজ থেকে আর ভারতীয় গেমারদের মোবাইলে চলবে না PUBG লিভিক, লাইট

আজ শুক্রবার ৩০ অক্টোবর থেকে আর ভারতীয় গেমারদের জন্য কাজ করবে না PUBG মোবাইল নর্ডিক ম্যাপ লিভিক ও PUBG মোবাইল লাইট। এই মর্মে বৃহস্পতিবার এক বিবৃতি দেয় টেনসেন্ট গেমস। জানায়, ভারত সরকারের ২ সেপ্টেম্বেরর নির্দেশিকা মাফিক PUBG মোবাইল গেমের যাবতীয় সুযোগ সুবিধা ভারতীয় গেমারদের জন্য বন্ধ হয়ে যাবে। সেটা আজ থেকেই। এবার আর PUBG লাইট, লিভিক কোনওটাই খেলতে পারবেন না ভারতীর গেমাররা।

PUBG (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ৩০ অক্টোবর: আজ শুক্রবার ৩০ অক্টোবর থেকে আর ভারতীয় গেমারদের জন্য কাজ করবে না PUBG মোবাইল নর্ডিক ম্যাপ লিভিক ও PUBG মোবাইল লাইট। এই মর্মে বৃহস্পতিবার এক বিবৃতি দেয় টেনসেন্ট গেমস। জানায়, ভারত সরকারের ২ সেপ্টেম্বেরর নির্দেশিকা মাফিক PUBG মোবাইল গেমের যাবতীয় সুযোগ সুবিধা ভারতীয় গেমারদের জন্য বন্ধ হয়ে যাবে। সেটা আজ থেকেই। এবার আর PUBG লাইট, লিভিক কোনওটাই খেলতে পারবেন না ভারতীর গেমাররা। গত ২ সেপ্টেম্বর ভারত সরকার ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে। এই তালিকায় PUBG-র মতো  জনপ্রিয় গেমও রয়েছে। বাইডু ও টিকটকের মতো অনেক VPN আগেই ভারতে নিষিদ্ধ হয়েছে।

স্বাভাবিক ভাবেই এই গেমগুলি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে মুছে ফেলা হয়েছে। পূর্ব লাদাকের প্যাংগং লেক লাগোয়া এলাকায় চিনা লালফৌজের দখলদারী ও হিংসার ঘটনা বাড়র পর থেকেই এই চাইনিজ গেমগুলি একে একে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণার পরেও ভারতে কিছু PUBG গেম খেলার অবকাশ ছিল। তবে ৩০ অক্টোবর অর্থাৎ আজ থেকে ভারতে PUBG খেলা শিকেয় উঠতে চলেছে পুরোপুরি। ফেসবুকে টেনসেন্ট গেম PUBG লাইট ও লিভিক খেলা ভারতীয় গেমারদের ধন্যবাদ জানিয়েছে। আরও পড়ুন-Eid-E-Milad-Un-Nabi 2020: সামগ্রিকভাবে করুণা ও ভাতৃত্ববোধ জাগ্রত হোক, বিশ্ব নবী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক PUBG-সহ ১১৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে কিছুদিন আগে।এক বিজ্ঞপ্তিতে ভারত সরকার জানিয়েছে, ১১৮টি মোবাইল অ্যাপ্লিকেশন তারা ব্লক করেছে। এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও গণ-শৃঙ্খলা রক্ষার জন্য ঠিক নয়।পাবজি মোবাইল নর্ডিক ম্যাপ, লিভিক, পাবজি মোবাইল লাইট, উইচ্যাট ওয়ার্ক এবং উইচ্যাট রিডিং নিষিদ্ধ মোবাইল অ্যাপগুলির মধ্যে অন্যতম। এই পদক্ষেপ কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করবে। এই সিদ্ধান্ত ভারতীয় সাইবারস্পেসের সুরক্ষা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ।" বিবৃতিতে আরও বলা হয়েছে যে কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশনের অপব্যবহার সম্পর্কিত অভিযোগ এসেছে। অভিযোগের মধ্যে রয়েছে ভারতের বাইরে অবস্থিত সার্ভারে অবৈধ পদ্ধতিতে ব্যবহারকারীদের ডেটা চুরি করে পাঠানো হয়েছে। এরপরেই ব্যান থেকে বাঁচতে টেনসেন্ট গেমের সঙ্গে সম্পর্ক ত্যাগে উঠেপড়ে লাগে PUBG Corporation। জানিয়ে দেয় তারা আর কোনওভাবেই ভারতে চিনা সংস্থা টেনসেন্ট গেমসের (Tencent Games) সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত পাবজি কর্পোরেশনের।