LinkedIn: ফেসবুক, ইনস্টার মত লিঙ্কডিনেও দেখা যাবে রিলস, চলছে তোড়জোড়

লিঙ্কিডিনে কীভাবে শর্ট ভিডিয়ো আপলোড করা যায় এবং তার দৃশ্যমানতা কেমন,তা নিয়ে পরীক্ষানীরিক্ষা চলছে। লিঙ্কডিনে শর্ট ভিডিয়ো দেখা গেলে, তা এই প্ল্য়াটফর্মে আরও নতুনত্ত্ব যোগ করবে।

Linkedin (Photo Credit: Wikimedia Commons)

দিল্লি, ২৮ মার্চ: লিঙ্কডিনের (LinkedIn) সঙ্গে যুক্ত কয়েক মিলিয়ন মানুষ। চাকরির খোঁজ দিতে এই প্ল্যাটফর্ম যে অনবদ্য, তা অস্বীকার করার জায়গা প্রায় নেই। লিঙ্কডিনে নিজের প্রোফাইল তৈরি থেকে, চাকরির খোঁজ করা কিংবা চাকরির বিজ্ঞাপন,সবকিছুই মানুষ করে থাকেন। এবার লিঙ্কডিনে শর্ট ভিডিয়ো, রিলস দেখা যাবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মত এবং লিঙ্কডিনেও রিলস ভিডিয়ো দেখা যাবে বলে জানা যাচ্ছে।

লিঙ্কিডিনে কীভাবে শর্ট ভিডিয়ো আপলোড করা যায় এবং তার দৃশ্যমানতা কেমন,তা নিয়ে পরীক্ষানীরিক্ষা চলছে। লিঙ্কডিনে শর্ট ভিডিয়ো দেখা গেলে, তা এই প্ল্য়াটফর্মে আরও নতুনত্ত্ব যোগ করবে। সেই সঙ্গে এই সোশ্যাল হ্যান্ডেল আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট সংস্থা।

তবে লিঙ্কডিনের জন্য যে ভিডিয়োগুলি উপযুক্ত, তার ঝাড়াইবাছাই করেই ইউজারদের দেখানো হবে বলেও সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়।