James Webb Space Telescope: নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ১৯টি স্পাইরাল গ্যালাক্সির বিস্ময়কর ছবি তুলেছে, দেখুন

নাসার জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope) আবারও মহাবিশ্বের কিছু বিস্ময়কর ছবি ধারণ করল, দেখুন...

Stunning Image of Galaxies (Photo Credit: X)

মুম্বই: নাসা (NASA)-র জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope) আবারও মহাবিশ্বের কিছু বিস্ময়কর ছবি ধারণ করল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর ধারণ করা ১৯টি স্পাইরাল গ্যালাক্সি (19 Spiral Galaxies)-এর নতুন ছবি সম্প্রতি প্রকাশ হয়েছে। জেএসডব্লিউডির তোলা মিল্কিওয়ে (Milky Way) ছায়াপথগুলোর (Galaxies) মধ্যে সবচেয়ে কাছের ছায়াপথটি এনজিসি৫০৬৮-এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরে। এবং সবচেয়ে দূরের ছায়াপথটি এনজিসি-১৩৬৫-এর দূরত্ব পৃথিবী থেকে ৬ কোটি আলোকবর্ষ দূরে। আরও পড়ুন: Video Streaming Without Internet: ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিয়ো, দেশের ১৯ শহরে D2M প্রযুক্তিতে হবে এমনই!

Stunning Images of Spiral Galaxies (Photo Credit: X)

 

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২০২১ সালে মহাকাশে যাত্রা শুরু করে এবং ২০২২ সালে ডেটা সংগ্রহের কাজ শুরু করে।

Stunning Image of Spiral Galaxies (Photo Credit: X)

 

১৯৯০-এর দশকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল এই টেলিস্কোপটির। তখনই খরচ ধরা হয়েছিল ১০০ কোটি ডলার।

Stunning Image of Spiral Galaxies (Photo Credit: X)

 

২০২১ সালে যখন এই টেলিস্কোপ মহাকাশে পাড়ি দেয় তখন খরচ পড়ে ১০০০ কোটি ডলার।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now