James Webb Space Telescope: নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ১৯টি স্পাইরাল গ্যালাক্সির বিস্ময়কর ছবি তুলেছে, দেখুন
নাসার জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope) আবারও মহাবিশ্বের কিছু বিস্ময়কর ছবি ধারণ করল, দেখুন...
মুম্বই: নাসা (NASA)-র জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope) আবারও মহাবিশ্বের কিছু বিস্ময়কর ছবি ধারণ করল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর ধারণ করা ১৯টি স্পাইরাল গ্যালাক্সি (19 Spiral Galaxies)-এর নতুন ছবি সম্প্রতি প্রকাশ হয়েছে। জেএসডব্লিউডির তোলা মিল্কিওয়ে (Milky Way) ছায়াপথগুলোর (Galaxies) মধ্যে সবচেয়ে কাছের ছায়াপথটি এনজিসি৫০৬৮-এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরে। এবং সবচেয়ে দূরের ছায়াপথটি এনজিসি-১৩৬৫-এর দূরত্ব পৃথিবী থেকে ৬ কোটি আলোকবর্ষ দূরে। আরও পড়ুন: Video Streaming Without Internet: ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিয়ো, দেশের ১৯ শহরে D2M প্রযুক্তিতে হবে এমনই!
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২০২১ সালে মহাকাশে যাত্রা শুরু করে এবং ২০২২ সালে ডেটা সংগ্রহের কাজ শুরু করে।
১৯৯০-এর দশকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল এই টেলিস্কোপটির। তখনই খরচ ধরা হয়েছিল ১০০ কোটি ডলার।
২০২১ সালে যখন এই টেলিস্কোপ মহাকাশে পাড়ি দেয় তখন খরচ পড়ে ১০০০ কোটি ডলার।