Insider Layoffs: এবার মিডিয়া হাউস ইনসাইডারের কর্মী ছাঁটাই

কর্মী ছাঁটাই এবার সংবাদমাধ্যমের অফিসে। জনপ্রিয় মিডিয়া সংস্থা 'ইনসাইডার'খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটাল।

Layoffs Representative Image (Photo Credit: Pixabay)

Insider Layoffs: কর্মী ছাঁটাই এবার সংবাদমাধ্যমের অফিসে। জনপ্রিয় মিডিয়া সংস্থা 'ইনসাইডার'(Insider) খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটাল। সম্প্রতি ইনসাইডার-এ প্রকাশ পেয়েছিল মার্কিন সংস্থাগুলিতে কর্মী ছাঁটাই নিয়ে বিস্তারিত এক রিপোর্ট। সেই ইনসাইডারেই এবার কর্মীদের চাকরি গেল। স্টাফ লেখক, সাংবাদিক, ফ্রিল্যান্সরা সহ ডিজিটাল পাবলিকেশনের বিভিন্ন শাখা মিলিয়ে তাদের ১০ শতাংশ কর্মীদের ছেঁটে ফেলছে ইনসাইডার।

আর্থিক সঙ্কটের মাঝে খরচ কমাতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে বলে ইনসাইডারের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও পড়ুন-ছাঁটাইয়ের বাজারে সুখবর! ৮৫ শতাংশ কর্মীর মাইনে বাড়াচ্ছে এই ভারতীয় সংস্থা

দেখুন টুইট

চ্যাট জিপিটি-র কারণে এই সিদ্ধান্ত নয় বলে ইনসাইডার জানিয়েছে। যে সব কর্মীদের চাকরি যাচ্ছে, তাদের ১৩ সপ্তাহের বেসিক পারিশ্রমিক, চিকিতসার খরচ এবং আরও কিছু অতিরিক্ত অর্থ দিচ্ছে ইনসাইডার। তবে শুধু ইনসাইডার নয়, এবিসি নিউজ, এনপিআর, ভক্স মিডিয়া, সিএনএন-এর মত বিখ্যাত মিডিয়া সংস্থাতেও কর্মী ছাঁটাই হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে বাজফিডের মত জনপ্রিয় মিডিয়া হাউস।



@endif