GSAT-24 Successfully Launched: ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-২৪-র সফল উৎক্ষেপণ

সফল উৎক্ষেপণ হল ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট (Communication Satellite) জিস্যাট-২৪ (GSAT-24)। নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NewSpace India Limited)-র জন্য এই স্যাটেলাইটটি নির্মাণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বৃহস্পতিবার ফরাসি গায়ানার (দক্ষিণ আমেরিকা) কৌরো থেকে ফরাসি কোম্পানি আরিয়ানস্পেস সফলভাবে উৎক্ষেপণ করেছে এই স্যাটেলাইটটি৷

GSAT-24 (Photo: Twitter)

বেঙ্গালুরু, ২৩ জুন: সফল উৎক্ষেপণ হল ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট (Communication Satellite) জিস্যাট-২৪ (GSAT-24)। নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NewSpace India Limited)-র জন্য এই স্যাটেলাইটটি নির্মাণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বৃহস্পতিবার ফরাসি গায়ানার (দক্ষিণ আমেরিকা) কৌরো থেকে ফরাসি কোম্পানি আরিয়ানস্পেস সফলভাবে উৎক্ষেপণ করেছে এই স্যাটেলাইটটি৷

জিস্যাট-২৪ হল একটি 24-Ku ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট, যার ওজন ৪ হাজার ১৮০ কেজি। ডিটিএইচ অ্যাপ্লিকেশনের চাহিদা মেটানোর জন্য এই স্যাটেলাইট প্যান-ইন্ডিয়া কভারেজ দেবে। আরও পড়ুন: Twitter Buyout By Elon Musk: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার রাস্তা পরিষ্কার করলেন ইলন মাস্ক

গায়ানা স্পেস সেন্টার থেকে Ariane-V VA257 ফ্লাইটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে জিস্যাট-২৪ স্যাটেলাইট। এরপর সেটিকে নির্দিষ্টি কক্ষপথে স্থাপন করা হয়েছে।