MQ-9B Armed Drones: ভারত-আমেরিকার ‘এমকিউ-৯বি এস গার্ডিয়ান ড্রোন’ চুক্তির ৫টি গুরুত্বপূর্ণ বিষয় জানুন

ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি চূড়ান্ত হয়েছে।

Drone (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: ভারত ও আমেরিকা (India-US)-র মধ্যে ড্রোন চুক্তি (Drone Deal) চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার ভারতের কাছে ৩.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ৩১টি ‘এমকিউ-৯বি এস গার্ডিয়ান ড্রোন’ (MQ-9B S Guardian Drone) বিক্রির অনুমোদন দিয়েছে।

এখানে এমকিউ-৯ বি এস গার্ডিয়ান ড্রোন চুক্তির ৫টি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা হয়েছে-

১। জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ইনকর্পোরেটেড (General Atomics Aeronautical Systems Inc) বলেছে, এমকিউ-৯ বি পরবর্তী প্রজন্মের দূরবর্তীভাবে চালিত বিমান, যা বিশ্বজুড়ে বুদ্ধিমত্তা, নজরদারি এবং পুনজাগরণ করবে।

২। ভারত ৩১টি ‘এমকিউ-৯ বি সি-গার্ডিয়ান ড্রোন’ কিনবে। এর মধ্যে নৌবাহিনী পাবে ১৫টি MQ-9B সিগার্ডিয়ান ড্রোন (SeaGuardian Drones) এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী পাবে ৮টি করে ল্যান্ড অ্যাটাক এবং স্কাইগার্ডিয়ান নামক রিকনেসান্স সংস্করণ।

আরও পড়ুন: MQ-9 B C-Guardian Drone: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতের কাছে এমকিউ-৯ বি সি-গার্ডিয়ান ড্রোন বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে, যার মূল্য প্রায় ৪০০ কোটি ডলার

৩। প্রশাসন (Biden Administration)  বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস (US Congress)-কে ভারতের কাছে ৩১টি MQ-9B দীর্ঘ-সহনশীল ড্রোন (Long-Endurance Drones) বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছে। ২০২৩ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরের সময় এই ড্রোন কেনার প্রস্তাব দেন।

৪। MQ-9B SkyGuardian হলো সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সংস্করণ। এটি যে কোনো ধরণের আবহাওয়ায় ৪০ ঘন্টা বা তার বেশি সময় ধরে স্যাটেলাইট (Satellite)-এর মাধ্যমে আকাশের উপর দিয়ে উড়তে পারে।

৫। MQ-9B SeaGuardian ৩০ ঘন্টারও বেশি সময় স্যাটেলাইটের মাধ্যমে আকাশের   উপর দিয়ে (Horizon via Satellite) উড়তে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement