Aarogya Setu App: মাত্র ১৩ দিনে ৫ কোটি ডাউনলোড, মাইলস্টোন ছুঁল আরোগ্য সেতু অ্যাপ
রেকর্ড গড়ল কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু (Aarogya Setu)। মাত্র ১৩ দিনে ৫ কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। যা মাইলস্টোন। ২ এপ্রিল এই অ্যাপটি চালু হয়। তার পর থেকে দ্রুত হারে সকলে এই অ্যাপ ডাউনলোড করতে শুরু করে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই অ্যাপটি ডাউনলোড করতে আবেদন করেন। তারপর থেকেই এই অ্যাপ আরও লোকে ডাউনলোড করতে শুরু করে। প্রধানমন্ত্রীর আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ কোটি লোক এই অ্যাপ ডাউনলোড করেছেন।
নতুন দিল্লি, ১৫ এপ্রিল: রেকর্ড গড়ল কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু (Aarogya Setu)। মাত্র ১৩ দিনে ৫ কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। যা মাইলস্টোন। ২ এপ্রিল এই অ্যাপটি চালু হয়। তার পর থেকে দ্রুত হারে সকলে এই অ্যাপ ডাউনলোড করতে শুরু করে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই অ্যাপটি ডাউনলোড করতে আবেদন করেন। তারপর থেকেই এই অ্যাপ আরও লোকে ডাউনলোড করতে শুরু করে। প্রধানমন্ত্রীর আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ কোটি লোক এই অ্যাপ ডাউনলোড করেছেন।
বুধবার নীতি আয়োগের CEO অমিতাভ কান্ত (NITI Aayog CEO Amitabh Kant) টুইটে জানান, আরোগ্য সেতু অ্যাপ চালু হওয়ার পর থেকেই ১৩ দিনে ৫ কোটিরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন। তিনি লেখেন, ৫ কোটি ব্যবহারকারী পেতে টেলিফোনের লেগেছিল ৭৫ বছর, রেডিওর লেগেছিল ৩৮ বছর, টেলিভিশনের লেগেছিল ১৩ বছর, ইন্টারনেটের লেগেছিল ৪ বছর, ফেসবুকের লেগেছিল ১৯ মাস, পোকেমন গো-র লেগেছিল ১৯ দিন। সেখানে আরোগ্য সেতু অ্যাপ মাত্র ১৩ দিনে বিশ্বব্যাপী ৫ কোটি ব্যবহারকারী ডাউনলোড করেছেন। ভারতের স্পিরিটকে সালাম!" আরও পড়ুন: IPL 2020 Postponed Indefinitely: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
এই অ্যাপে ১১টি ভাষায় ইউজারদের নির্দেশ দেওয়া হয়েছে। কী কী করলে সংক্রমণ থেকে দূরে থাকা যায় ও চিকিৎসা বিষয়ক উপদেশ পাওয়া যাচ্ছে এই অ্যাপে। কারও যদি করোনা পজিটিভ হয়ে থাকে, কিংবা করোনা-ঝুঁকি খুব বেশি হয়ে থাকে, তাহলে সেই সংক্রান্তে তথ্যা সার্ভারে আপলোড করা হয়, স্বাস্থ্য দপ্তরে জানানো হয়। তারপরই কনট্যাক্ট চেনে থাকা সবাইকে এই ব্যাপারে জানানো হয়।