WhatsApp Will Stop Working: ৩১ ডিসেম্বরেই শেষ, ২০২১-এ এই ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

২০২১-এর ১ জানুয়ারি থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের অ্যানড্রয়েড ও আইওএস ফোনে বন্ধ হয়েছে যাচ্ছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্য়াপ পরিষেবা। আপনার ফোনটি কি এসবরে আওতায় পড়ে? তবে এই বেলা ফোন বদলের ব্যবস্থা নিন, নাহলে নতুন বছরে আর হোয়াটসঅ্যাপের মতো জরুরি ফিচারটি ব্যবহার করতে পারবেন না। কোন কোন পুরোনো ভার্সনের আই ফোন ও অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আগামী ১ তারিখ থেকে কাজ করবে না, তার তালিকা এখানে দেওয়া হল।

হোয়াটসঅ্যাপ (Photo Credits: Pixabay)

২০২১-এর ১ জানুয়ারি থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের অ্যানড্রয়েড ও আইওএস ফোনে বন্ধ হয়েছে যাচ্ছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্য়াপ পরিষেবা। আপনার ফোনটি কি এসবরে আওতায় পড়ে? তবে এই বেলা ফোন বদলের ব্যবস্থা নিন, নাহলে নতুন বছরে আর হোয়াটসঅ্যাপের মতো জরুরি ফিচারটি ব্যবহার করতে পারবেন না। কোন কোন পুরোনো ভার্সনের আই ফোন ও অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আগামী ১ তারিখ থেকে কাজ করবে না, তার তালিকা এখানে দেওয়া হল। Android 4.0.3, iPhone 4, iPhone 4S, iPhone 5,  iPhone 5S,  iPhone 6 and iPhon 6S। এই ভার্সনের ফোনগুলিতে ৩১ ডিসেম্বরের পর আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। আরও পড়ুন-Winter In West Bengal: শীতের কনানিতেই বছর শেষ ও বর্ষবরণ, জানালো আবহাওয়া দপ্তর

একইভাবে যাঁরা HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr and Samsung Galaxy S2 এখনও ব্যবহার করেন, তাঁরা আর নতুন বছরে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন না। আপনি যদি আইফোন ব্যবহারকারী হন। এবং জানেন না যে কোনও অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। তাহলে প্রথমে Settings  এরপর একে একে General Information, Software, এবং Operating System পর্যন্ত গেলেই জানতে পারবেন কোন ভার্সনের পোন আপনারা ব্যবহার করছেন। অন্যদিকে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা একইভাবে প্রথমে Settings, About Phone ও তারপর Operating System-এ যান। যাঁরা নতুন অপারেটিং সিস্টেমের অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহার করছেন, তাঁদের কোনও চিন্তা নেই। নতুন বছরেও তাঁদের ফোনে থাকবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now