Facebook: ডেডিকেটেড 'নিউজ ট্যাব' পরীক্ষামূলকভাবে চালু করল ফেসবুক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (Facebook) সংবাদ সংক্রান্ত একটি নতুন ফিচার ডেডিকেটেড 'নিউজ ট্যাব’(News tab) যুক্ত করল। বিশ্বব্যাপী স্থানীয় সংবাদমাধ্যমগুলি যাতে লড়াইইয়ে টিকে থাকে সেই কারণেই এই ফাচার যোগ করেছে ফেসবুক। ফেক খবরের বাড়বাড়ন্তের সময়ে এই ফিচারটিতে বিশ্বাসযোগ্য শিরোনামসহ খবর সরবরাহ হবে। প্রাথমিকভাবে ফেসবুক আমেরিকার বৃহত্তম মেট্রো শহরগুলির স্থানীয় সংবাদমাধ্যমের মূল প্রতিবদেন তাদের পেজে রাখবে। তবে বর্তামানে এই ফিচারটি শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীরা পাবেন। সম্প্রতি ফেসবুক এবং ওয়ালস্ট্রিট জার্নালের মধ্যে খবর সংক্রান্ত চুক্তি হয়েছে। এছাড়াও ফেসবুকের সঙ্গে বিজনেস ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট ও বাজফিড নিউজের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
ওয়াশিংটন, ২৬ অক্টোবর: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (Facebook) সংবাদ সংক্রান্ত একটি নতুন ফিচার ডেডিকেটেড 'নিউজ ট্যাব’(News tab) যুক্ত করল। বিশ্বব্যাপী স্থানীয় সংবাদমাধ্যমগুলি যাতে লড়াইইয়ে টিকে থাকে সেই কারণেই এই ফাচার যোগ করেছে ফেসবুক। ফেক খবরের বাড়বাড়ন্তের সময়ে এই ফিচারটিতে বিশ্বাসযোগ্য শিরোনামসহ খবর সরবরাহ হবে। প্রাথমিকভাবে ফেসবুক আমেরিকার বৃহত্তম মেট্রো শহরগুলির স্থানীয় সংবাদমাধ্যমের মূল প্রতিবদেন তাদের পেজে রাখবে। তবে বর্তামানে এই ফিচারটি শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীরা পাবেন। সম্প্রতি ফেসবুক এবং ওয়ালস্ট্রিট জার্নালের মধ্যে খবর সংক্রান্ত চুক্তি হয়েছে। এছাড়াও ফেসবুকের সঙ্গে বিজনেস ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট ও বাজফিড নিউজের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, এই ট্যাবে ক্লিক করে ব্যবহারকারীরা তাদের পছন্দের খবর পড়তে পারবে। সরাসরি ফেসবুক অ্যাপের মাধ্যমে তারা এই সুবিধা পাবে। নিউজ কনটেন্টগুলি এখনকার মতো নিউজ ফিডে আসতে থাকবে। ডেডিকেটেড 'নিউজ ট্যাব' এ থাকা খবরগুলি বেছে দেবে সাংবাদিকদের একটি দল। তবে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো খবর বেছে নিতে পারবে, যে যে বিষয়ে তাদের আগ্রহ আছে। "নিউজ" ট্যাবটিতে ব্যবসা, বিনোদন, স্বাস্থ্য, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং খেলার বিভাগ থাকবে। আরও পড়ুন: Facial Recognition System: এবার মুখ দেখেই চিনে ফেলা যাবে আপনি অপরাধী কিনা; 'ফেশিয়াল রেকগনিশন সিস্টেম' চালু করছে কলকাতা পুলিশ
ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন (Campbell Brown) বলেন, "আমরা ব্যক্তিগত, স্বতন্ত্র সাংবাদিকতা সহ ডিজিটাল যুগে সাংবাদিকতার নতুন রূপের বিকাশ ঘটাতে চাই। সুতরাং আমরা ফেসবুক নিউজের বেশিরভাগ ক্ষেত্রেই গল্পের অ্যালগোরিদমিক নির্বাচনকে প্রসারিত করব।" ফেসবুকের মতে, এটির লক্ষ্য কেবলমাত্র বড় জাতীয় সংবাদমাধ্যম নয়। বরং মানুষ এবং সংবাদ প্রকাশক উভয়েরই সেবা করা। এই বিষয়ে ব্রাউন বলেন, "সাবস্ক্রিপশন নেওয়া এমন লোকদের জন্য আলাদা একটি বিভাগ হবে যেখানে তাঁদের প্রদত্ত নিউজ সাবস্ক্রিপশনগুলি তাঁদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করেছে। এই ব্যবহারকারীরা আবার যে খবর দেখতে চাইবেন না তা তাঁরা নিয়ন্ত্রণ করতে পারবেন।"