Sonu Sood: প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বিপ্লব, এসার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু সুদ

তাইওয়ানের টেক জায়ান্ট এসার-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। বুধবার এসআর-এর তরফে এক ঘোষণায় জানানো হয় যে করোনাভাইরাস জনিত লকডাউনের সময় দেশের হাজারো মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। তাঁকেই এসার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। প্রযুক্তির মাধ্যমে কীকরে মানুষের জীবনে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এসার। বিভিন্ন মিডিয়ায় প্রচারে গিয়ে একথারই বিশদ ব্যাখ্যা দেবেন বলিউড অভিনেতা। “এই উদ্যোগ ক্রেতাদের মধ্যে আমাদের সংস্থার প্রোডাক্টের চাহিদা বাড়িয়ে দেবে”, সংস্থার তরফে এই মন্তব্য করেন কোহলি।

সোনু সুদ

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর: তাইওয়ানের টেক জায়ান্ট এসার-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। বুধবার এসআর-এর তরফে এক ঘোষণায় জানানো হয় যে করোনাভাইরাস জনিত লকডাউনের সময় দেশের হাজারো মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। তাঁকেই এসার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। প্রযুক্তির মাধ্যমে কীকরে মানুষের জীবনে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এসার। বিভিন্ন মিডিয়ায় প্রচারে গিয়ে একথারই বিশদ ব্যাখ্যা দেবেন বলিউড অভিনেতা। “এই উদ্যোগ ক্রেতাদের মধ্যে আমাদের সংস্থার প্রোডাক্টের চাহিদা বাড়িয়ে দেবে”, সংস্থার তরফে এই মন্তব্য করেন কোহলি। পরবর্তী প্রজন্মের মধ্যে ডিজিটাল বিপ্লবে বিরাট ভূমিকা নেবে এসার। আরও পড়ুন-Jharkhand: রাজ্যের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষস্থান, দুই পড়ুয়াকে গাড়ি উপহার দিলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী

এই প্রসঙ্গে অভিনেতা সোনু সুদ বলেন, “গত ২১ বছর ধরে ভারতে প্রযুক্তির সাহায্যে জনজীবনকে উন্নত করার প্রতিশ্রুতি রক্ষা করে আসছে এসার। এমন একটা সময়ে এসারের জয়যাত্রায় অংশীদার হতে পেরে গর্ব অনুভব করছি।” সংস্থার তরফে জানা গিয়েছে, দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে এসার।  নতুন ব্র্যান্ড অ্য্যামবাসাডর নিয়োগ প্রসঙ্গে এসার ইন্ডিয়ার প্রধান বাণিজ্যিক কর্তা সুধীর গোয়েল বলেন, “সোনু সুদের ব্যক্তিত্ব ও মানুষকে উত্তরণের পথে এগিয়ে দেওয়ার লক্ষ্যে তাঁর অবদানের সঙ্গে এসারের যে মূল মন্ত্র, প্রযুক্তির মাধ্যমে মানুষকে উত্তরণের পথে এগিয়ে দেওয়া। প্রায় মিলে মিশে যায়।”