Battlegrounds Mobile India: ভারতে লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, আজ থেকে ব্যবহার করতে পারবেন প্রি-রেজিস্টার্ডরা
বৃহস্পতিবার লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। প্রি-রেজিস্টার যারা করেছিলেন তাদের জন্য আজ থেকেই গেম ডাউনলোড করে খেলার সুবিধা দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোভ করা যাবে সাউথ কোরিয়ান ভিডিও গেম ডেভেলপার ক্রাফটনের গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। প্রায় ২০ লক্ষের বেশি মানুষ এতে নথিভুক্ত করে ফেলে।
নতুন দিল্লি, ১৭ জুন: বৃহস্পতিবার লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম (Battlegrounds Mobile India)। প্রি-রেজিস্টার যারা করেছিলেন তাদের মধ্যে বাছাই করা ব্যবহারকারীদের সর্বপ্রথম গেমটি ব্যবহারের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর (Google Paly Store) থেকে ডাউনলোভ করা যাবে সাউথ কোরিয়ান ভিডিও গেম ডেভেলপার ক্রাফটনের গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। প্রায় ২০ লক্ষের বেশি মানুষ এতে নথিভুক্ত করে ফেলে।
গত ১৮ মে থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। ক্র্যাফ্টন আগেই ঘোষণা করেছিল, আগে থেকে যারা নাম নথিভুক্ত করবে তাদের আকর্ষণীয় বিশেষ পুরস্কার দেওয়া হবে। গেম ডাউনলোড হওয়ার পর যেদিন থেকে উপলব্ধ হবে তারপরই পুরস্কার ব্যবহার করা যাবে। আরও পড়ুন, আত্মপ্রকাশ হল OnePlus Nord CE 5G; দাম শুরু ২২,৯৯৯ টাকা থেকে
ভারতের আইনকানুন মেনেই তৈরি হয়েছে এই গেম। লোগোতে দেখা যাচ্ছে ভারতের পতাকার তিনটি রং। ব্যবহারকারীদের তথ্য যাতে সুরক্ষিত থাকে এবার তা নিশ্চিত করা হচ্ছে। মাল্টিপ্লেয়ার গেম অর্থাৎ অনেকে মিলে গেমটি খেলা যাবে। এই ব্যাটেলরয়াল গেমটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই তৈরি করা হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বরাই খেলতে পারবে এই গেম।