TikTok: টিকটক কেনার অগ্রহ নেই, জানিয়ে দিল অ্যাপল
জনপ্রিয় ভিডিয়ো অ্যাপ টিকটক (TikTok) কেনার অগ্রহ নেই, জানিয়ে দিল অ্যাপল (Apple)। গতকাল কয়েকটি সংবাাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে জনপ্রিয় চিনা ভিডিয়ো অ্যাপ টিকটক কিনতে আগ্রহ দেখিয়েছে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল। যদিও আজ সংস্থাটি সেই প্রকাশিত খবর অস্বীকার করেছে।
জনপ্রিয় ভিডিয়ো অ্যাপ টিকটক (TikTok) কেনার অগ্রহ নেই, জানিয়ে দিল অ্যাপল (Apple)। গতকাল কয়েকটি সংবাাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে জনপ্রিয় চিনা ভিডিয়ো অ্যাপ টিকটক কিনতে আগ্রহ দেখিয়েছে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল। যদিও আজ সংস্থাটি সেই প্রকাশিত খবর অস্বীকার করেছে।
ভারতের মতোই চিনা অ্যাপ টিকটক-সহ চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করার পথে হাঁটতে পারে অ্যামেরিকা, এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি বাইটড্যান্সকে (ByteDance) জানান, ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটক বিক্রি না করলে নিষিদ্ধ করে দেওয়া হবে। টিকটক-ইউ এস বিক্রি নিয়ে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সঙ্গে ধরেই কথাবার্তা চলছে বাইটড্যান্সের। রবিবার মাইক্রোসফট কর্তা সত্য নাদেলার সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। মাইক্রোসফট বর্তমানে চুক্তি নিয়ে আলোচনা করছে। আরও পড়ুন: Redmi 9 Prime: মাত্র ১০ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির রেডমি
চিন সরকারকে তথ্য সরবরাহ করার অভিযোগ তুলে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক উল্লেখ করে শুধু টিকটক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সমস্ত চিনা অ্যাপ বন্ধ করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল হোয়াইট হাউস।