Amazon Great Indian Festival Sale 2019: অপেক্ষা করছিলেন? দীপাবলিতে অ্যামাজন 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল '- তে কিনে নিন আপনার প্রয়োজনীয় জিনিসগুলি
দীপাবলির আর মাত্র কয়েকদিন। আলোর এই উৎসবে ঘরে নতুন জিনিস না আসলে যেন এইযুগের ট্রেন্ডটা হাতছাড়া হয়ে যায়। তাই আপনার ঘরকে সাজিয়ে তুলতে অ্যামাজন আসছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল নিয়ে। দীপাবলি উপলক্ষে প্রতিবছর আকর্ষণীয় ছাড় নিয়ে আসে অ্যামাজন। দীপাবলি ২০১৯- এ অ্যামাজন টিভি, স্মার্টফোনে, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক জিনিসের ওপর ছাড় দেবে।
বেঙ্গালুরু, ১৯ অক্টোবর: Kali Puja 2019: দীপাবলির (Diwali) আর মাত্র কয়েকদিন। আলোর এই উৎসবে ঘরে নতুন জিনিস না আসলে যেন এইযুগের ট্রেন্ডটা হাতছাড়া হয়ে যায়। তাই আপনার ঘরকে সাজিয়ে তুলতে অ্যামাজন (Amazon) আসছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল নিয়ে। দীপাবলি উপলক্ষে প্রতিবছর আকর্ষণীয় ছাড় নিয়ে আসে অ্যামাজন। দীপাবলি ২০১৯- এ অ্যামাজন টিভি, স্মার্টফোনে, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক জিনিসের ওপর ছাড় দেবে।
এই বিশেষ ছাড় শুরু হবে ২১ অক্টোবর রাত ১১.৫৯ থেকে ২৫ তারিখ ১১.৫৯ পর্যন্ত। তবে অ্যামাজন প্রাইম সদস্যরা ২০ তারিখ রাত ১২ টা থেকেই এই বিশেষ অফারটি পেয়ে যাবেন। শুধুমাত্র প্রাইম সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থাটি রয়েছে। স্মার্টফোনের মধ্যে Apple, Xiaomi, OnePlus, Samsung, Vivo, Honor, OnePlus 7T, Samsung M30s এবং Vivo U10- র মত ব্র্যান্ডগুলি থাকবে। আরও পড়ুন, নেটফ্লিক্স-অ্যামাজ়ন প্রাইমের ভিডিও কনটেন্ট সেন্সরশিপের আওতায় আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার
টিভির ক্ষেত্রে ৬০% ছাড় রয়েছে। এছাড়াও ইএমআই নিলে কোনো সুদ দিতে হবে না। বিনামূল্যে ইনস্টলেশন করা হবে, এক্সচেঞ্জ অফারও থাকছে। অ্যামাজন পে ও আইসিআইসিআই ক্রেডিট কার্ডে থাকবে রিওয়ার্ড পয়েন্ট। এছাড়া অন্যান্য ক্রেডিট, ডেবিট কার্ড, বজাজ ফিনান্সরভ ব্যবহার করা যাবে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি নিত্যনতুন মডেলও থাকছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)