Amazon Layoffs: অ্যামাজনে শুরু গণছাঁটাই, চাকরি থাকছে না ১১ হাজার কর্মীর

মেইলের মাধ্যমে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হচ্ছে। অ্যালেক্সা থেকে শুরু করে অযামাজনের যে সমস্থ বিভাগগুলি লাভের মুখ দেখছে না দীর্ঘদিন ধরে, সেই সব জায়গায় ছাঁটাই হচ্ছে বলে জানানো হয়।

Amazon (Photo Credits: BussinessSuiteOnline.com)

দিল্লি, ১৭ নভেম্বর:  ট্য়ুইটার (Twitter), মেটার (Meta) পর অ্যামাজন (Amazon)। জনপ্রিয় ই-কমার্স সংস্থা এবার গণছাঁটাই শুরু করল। রিপোর্টে প্রকাশ, অ্যামাজন থেকে এবার ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থায় সব বিভাগ থেকেই চলবে এই ছাঁটাই। বুধবার থেকে জনপ্রিয় এই ই-কমার্স সংস্থায় ছাঁটাই শুরু হয়েছে। মেইলের মাধ্যমে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হচ্ছে। অ্যালেক্সা থেকে শুরু করে অযামাজনের যে সমস্থ বিভাগগুলি লাভের মুখ দেখছে না দীর্ঘদিন ধরে, সেই সব জায়গায় ছাঁটাই হচ্ছে বলে জানানো হয়। অ্যামাজনের এই ছাঁটাইয়ের জেরে গোটা বিশ্বের পাশাপাশি ভারতে তার কতটা প্রভাব পড়ে, সে বিষয়ে নজর রয়েছে প্রত্যেকের।

প্রসঙ্গত মেটা থেকে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয় সম্প্রতি। মেটায় ছাঁটাই শুরুর পর মেটা ইন্ডিয়া, হোয়াটস অ্যাপ ইন্ডিয়ার প্রধান অজিত মোহন এবং অভিজিৎ বসু পদত্যাগ করেন। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়।